সংক্ষিপ্ত
IPL 2025: শুক্রবার চলতি আইপিএল-এ (IPL 2025) চতুর্থ ম্যাচ খেলতে নেমেছে মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। কিন্তু এখনও দলে যোগ দিতে পারলেন না তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)।
Jasprit Bumrah Fitness: মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) পেসার জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) চলতি আইপিএল ২০২৫-এ (IPL 2025) প্রত্যাবর্তন আসন্ন। তিনি মুম্বই ইন্ডিয়ানসের হয়ে পরের দুই ম্যাচেও খেলতে পারবেন না বলে জানা গিয়েছে। তবে তারপর দলে ফিরতে পারেন এই পেসার। পরের ম্যাচগুলিতে তাঁর খেলার সম্ভাবনা নিশ্চিত করার আগে ফিটনেস টেস্ট দিতে হবে। এই পেসার এ বছরের জানুয়ারি থেকে মাঠের বাইরে। বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) সিডনি টেস্টের প্রথম ইনিংসে তাঁর পিঠের নীচে স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ে। ডানহাতি এই পেসার দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি। যার ফলে ভারতকে মূল্য চোকাতে হয়। প্যাট কামিন্সের দলের কাছে পাঁচ ম্যাচের সিরিজ ১-৩ ব্যবধানে হেরে যাওয়ায় ১০ বছরের মধ্যে প্রথমবার বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখতে ব্যর্থ হয় ভারত। বুমরাকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর জন্য ভারতের প্রাথমিক দলে রাখা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে তিনি ছিটকে যান। কারণ, তিনি সময় মতো ফিটনেস ফিরে পাননি। এই বড় টুর্নামেন্টটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এরপর বুমরা আইপিএল ২০২৫-এর আগে ফিটনেস ফিরে পাওয়ার জন্য রিহ্যাবিলিটেশন ও রিকভারি করেন। তবে, তারকা এই পেসার টুর্নামেন্টের প্রথম দিকের ম্যাচগুলিতে খেলতে পারছেন না।
প্রত্যাবর্তনের পথে বুমরা
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ানস শিবির একটি ভালো খবর পায়। বুমরা শীঘ্রই মাঠে ফিরতে চলেছেন। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে মুম্বই ইন্ডিয়ানসের এই পেসার বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে নেটে বোলিং করছেন। তিনি নেটে পুরো গতিতে বোলিং করছিলেন। এর ফলে তাঁর ফিটনেস নিয়ে আশা বেড়ে গিয়েছে। ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, ৩১ বছর বয়সি এই পেসার মাঠে ফেরার জন্য বোলিংয়ের ওয়ার্কলোড বাড়িয়েছেন। বুমরা বিসিসিআই-এর মেডিকেল টিমের তত্ত্বাবধানে ফিটনেস টেস্ট দেবেন। সেন্টার অফ এক্সসেলেন্স থেকে ফিটনেসের ছাড়পত্র পেলেই তিনি মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াডে যোগ দিতে পারবেন এবং টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। তবে বুমরা মাঠে ফেরার বিষয়ে সতর্ক রয়েছেন। তিনি তাড়াহুড়ো না করে সম্পূর্ণ ফিট হওয়ার দিকে মনোযোগ দিচ্ছেন। এ বছরের জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ হওয়ার কথা রয়েছে। এই সিরিজে ভারতীয় পেস অ্যাটাকের নেতৃত্ব দেওয়ার আগে বুমরা কোনও ঝুঁকি নিতে চান না।
বুমরা না থাকায় সমস্যায় মুম্বই ইন্ডিয়ানস
চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানসের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে বুমরার অভাব অনুভূত হয়েছিল। তবে, মুম্বই ইন্ডিয়ানস ঘরের মাঠ ওয়াংখেড়েতে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে প্রথম জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ায়। বুমরার অনুপস্থিতিতে ট্রেন্ট বোল্ট ও দীপক চাহার পাওয়ার প্লে-তে একসঙ্গে দায়িত্ব নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে শুরুতেই উইকেট এনে দিচ্ছেন। কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে পাওয়ার প্লে-তে ধস নামিয়ে তাঁরা তা প্রমাণ করেছেন। বুমরার চোট মুম্বই ইন্ডিয়ানসের জন্য আশীর্বাদস্বরূপ। কারণ, তারা নতুন প্রতিভা খুঁজে বের করার সুযোগ পেয়েছে। বিশেষ করে ভিগনেশ পুথুর ও অশ্বিনী কুমার। পুথুর ইতিমধ্যেই আইপিএল-এ স্বপ্নের অভিষেক করেছেন। তিনি দুই ম্যাচে চারটি উইকেট নিয়েছেন। অশ্বিনীও দুর্দান্ত অভিষেক করেছেন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। আইপিএল-এ অভিষেকে কোনও ভারতীয় বোলারের এটাই সেরা বোলিং পরিসংখ্যান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।