সংক্ষিপ্ত

Jasprit Bumrah Fitness: এ বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে চোট পেয়েছিলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তারপর থেকে মাঠের বাইরে এই পেসার। তবে এবার তিনি ফিট হয়ে উঠেছেন। এবার মাঠে ফিরতে চলেছেন।

Jasprit Bumrah to join Mumbai Indians: কয়েকদিনের মধ্যেই মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) বোলিং বিভাগের সমস্যা মিটে যেতে চলেছে। দলে যোগ দিতে চলেছেন সেরা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চোটের জন্য চলতি আইপিএল-এ (IPL 2025) মুম্বই ইন্ডিয়ানসের হয়ে প্রথম চার ম্যাচে খেলতে পারেননি এই পেসার। সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেও হয়তো খেলতে পারবেন না বুমরা। তবে তারপর তিনি মাঠে নামবেন। এ বছরের জানুয়ারিতে সিডনি টেস্টে চোট পান বুমরা। তারপর দেশে ফিরে তিনি বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে (BCCI Centre of Excellence) রিহ্যাবের জন্য যান। এবার বিসিসিআই মেডিক্যাল টিম তাঁকে ফিট ঘোষণা করেছে। মুম্বই ইন্ডিয়ানস টিম ম্যানেজমেন্ট বুমরার ম্যাচ খেলার মতো ফিটনেস আছে কি না দেখে নেবে। এই কারণেই হয়তো সোমবারের ম্যাচে তাঁকে দলে রাখা হবে না। ম্যাচ ফিট মনে হলেই বুমরাকে খেলার বিষয়ে সবুজ সঙ্কেত দেবে মুম্বই ইন্ডিয়ানস ম্যানেজমেন্ট।

উজ্জীবিত মুম্বই ইন্ডিয়ানস শিবির

মুম্বই ইন্ডিয়ানস সূত্রে জানা গিয়েছে, আগামী দু'দিনের মধ্যে দলে যোগ দিতে চলেছেন বুমরা। তিনি ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, অশ্বিনী কুমারের সঙ্গে মিলে মুম্বই ইন্ডিয়ানসের বোলিং লাইনআপকে আরও শক্তিশালী করে তুলবেন। এই পেসার দলে যোগ দিতে চলায় মুম্বই ইন্ডিয়ানস শিবিরের মনোবল বেড়ে গিয়েছে। শুক্রবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে লড়াই করেও হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ানস। বুমরা দলে যোগ দিলে বিপক্ষের ব্যাটিং লাইনআপের উপর চাপ বাড়ানো যাবে। ফলে এবার দল জয়ে ফিরবে বলে আশা করছেন হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)।

বুমরার প্রত্যাবর্তনে খুশি ভারতীয় ক্রিকেট মহল

বুমরার ফিট হয়ে ওঠা শুধু মুম্বই ইন্ডিয়ানস শিবিরই শুধু নয়, ভারতীয় ক্রিকেটের জন্যও ভালো খবর। এই পেসার যদি ইংল্যান্ড সফরের আগে ছন্দ ফিরে পান, তাহলে ভারতীয় দলের বোলিং লাইনআপ নিয়ে আর চিন্তা থাকবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।