বিয়ের ৭ বছর পর সুখবর, কোহলির আগে নতুন বছরে বাবা হলেন উমেশ যাদব
First Published Jan 2, 2021, 11:29 AM IST
চলতি মাসেই বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার পরিবারে আসছে নতুন অতিথি। তার আগেই ভারতীয় দলে এল আরও একটি সুখবর। বাবা-মা হলেন ভারতীয় তারকা পেসার উমেশ যাদব এবং তার স্ত্রী তনয়া ওয়াধা। বিয়ের সাত বছর পর পরিবারে নতুন অতিথি আসায় খুশির আবহ উমেশ যাদবের পরিবার। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারকা পেসার। এই খুশির আবহে জানা যাক উমেশ ও তনয়ার প্রেম কাহিনি।

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে মেলবোর্নে দ্বিতীয় টেস্ট চলাকালীন চোট পান উমেশ যাদব। তারপর ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন উমেশ যাদব। তার জায়গায় দলে নেওয়া হয়েছে টি নটরাজন।

চোটের পর দেশে ফিরে এসেছিলেন উমেশ। সেই কারণে কিছুটা হলেও মন খারাপ ছিল ভারতীয় পেসারের। সন্তানসম্ভবা ছিলেন উমেশের স্ত্রী। কিন্তু নতুন বছরে সুখবর পেলেন উমেশ। কন্যা সন্তানের বাবা-মা হলেন উমেশ ও তনয়া।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন