করোনা আক্রান্ত ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক, আতঙ্ক বাড়ছে গোটা দেশ জুড়ে
- FB
- TW
- Linkdin
করোনার কারণে দীর্ঘ ১২ মাস পর ক্রিকেটে ফেরে ভারতীয় মহিলা দল। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিন ও টি২০ সিরিজ দুটোতেই হারের মুখ দেখতে হয় মহিলা দলকে।
এরইমধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে করোনা আক্রান্ত হলেন ভারতীয় টি২০ মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কউর। মঙ্গলবার সকালে তার রিপোর্ট পজেটিভ ধরা পড়ে।
১৭ মার্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চম একদিনের ম্যাচে চোট পান হরমনপ্রীত কউর। তারপর আর টি২০ সিরিজে খেলা হয়নি ভারতীয় তারকা ব্যাটসম্যানের।
ওয়ান ডে সিরিজ চলাকালীন নিয়মিত করোনা পরীক্ষা হয়েছিল, সেই সময় রিপোর্ট নেগেটিভ ছিল। ফলে টি২০ সিরিজে বিশ্রামে থাকাকালীনই করোনা আক্রান্ত হয়েছেন হরমনপ্রীত।
স্বাস্থ্য দফতরের তরফে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই সর্দি, কাশি, গলা ব্যাথায় ভুগছিলেন হরমনপ্রীত। চিকিৎসকের পরামর্শ মেনে কোভিড টেস্ট করান তিনি। তখনই জানা যায়, তিনি কোভিড পজিটিভ।
একইসঙ্গে হরমনপ্রীত জানিয়েছেন, বিগত সাত দিনে যারা আমার সংস্পর্শে এসেছে তারা একবার করোনা পরীক্ষা করে নেবেন সেফ থাকার জন্য। আমি খুব শীঘ্রই মাঠে ফিরব।
হরমনপ্রীত কউরের করোনা আক্রান্ত হওয়ার পরই ভারতীয় ক্রিকেটে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একইসঙ্গে ভারতীয় মহিলা টি২০ দলের অধিনায়কের দ্রুত সুস্থতা কামনা করেছেন সকলেই।