লক্ষ্য দলের বোলিং অ্যাটাককে শক্তিশালী করা, প্রাক্তন অজি পেসারকে নিল পঞ্জাব কিংস
| Published : Mar 13 2021, 07:23 PM IST
লক্ষ্য দলের বোলিং অ্যাটাককে শক্তিশালী করা, প্রাক্তন অজি পেসারকে নিল পঞ্জাব কিংস
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
আইপিএলে ২০২১ নিলামে সবথেকে বেশি টাকা নিয়ে নেমেছিল পঞ্জাব কিংস। একেরার পর এক তারকা প্লেয়ার কিনে চমকও দিয়েছে প্রীতি জিন্টার দল।
210
তালিকায় রয়েছে বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা টি২০ ব্যাটসম্যান ডেভিড মালান। এছাড়া পঞ্জাব কিনেছে রিলে মারডিথ,ঝাই রিচার্ডসন, মসার্স হেনরিকসদের।
310
তবে বোলিং বিভাগের দুর্বলতী বরাবরই ডুবিয়েছে পঞ্জাব কিংসদের। আগেরবারও বেশ কিছু ম্যাচ নবোলিং গভীরতাকর অভাবে বিশেষ করে পেস বোলারদের ধারাবাহিকতার অভাবে হারের মুখ দেখতে হয়েছে অনিল কুম্বলের দলকে।
410
এবার আইপিএলের আগে তাই দলের পেস বোলিং অ্যাটাককে আরও উন্নতি ঘটাতে ও শক্তিশালী করতে দেল প্রাক্তন অসি পেসারকে দলে নিল পঞ্জাব কিংস।
510
ইন্ডিয়ান প্রিমিয়র লিগের আসন্ন মরশুমের জন্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ড্যামিয়েন রাইটকে দলের বোলিং কোচ নিযুক্ত করল পঞ্জাব ফ্র্যাঞ্চাইজি। সেই কথা সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় পঞ্জাব কিংস।
610
টুইটারে প্রাক্তন অজি তারকার ছবি পোস্ট করে ফ্র্যাঞ্চাইজির তরফে লেখা হয়, ‘রাইট সঠিক জায়গাতেই এসেছেন। দলে আরও একজন অজি তারকার সংযোজন। সিংহের গুহায় স্বাগত ড্যামিয়েন রাইট ।'
710
আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ঘরোয়া ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে ৪৫ বছর বয়সী প্রাক্তন তারকার। মোট ১২৩টি ফার্স্ট ক্লাস, ১০৬টি লিস্ট-এ ও ২০টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি।
810
উইকেট সংখ্যাও কম নয় অসি পেসারের। প্রথম শ্রেনির ক্রিকেটে ৪০৬টি উইকেট নিয়েছেন রাইট। লিস্ট-এ ও টি-২০ ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা যথাক্রমে ১৩০ ও ২০টি।
910
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও বাংলাদেশে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে ড্যামিয়েনের। বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন্স ও মেলবোর্ন স্টার্সের সঙ্গে সাপোর্ট স্টাফ হিসেবে যুক্ত ছিলেন রাইট। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ও নিউজিল্যান্ড দলের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।
1010
প্রাক্তন অজি তারকাকে বোলিং কোচ হিসেবে পেয়ে দলের বোলিং অ্যটাকের শক্তি আগের থেকে অকেন উন্নত হবে বলেই মনে করছে পঞ্জাব কিংসের কর্মকর্তারা।