আইপিএল নিলামে কোনও দলে জায়গা না পেতে পারে এই ১০ ক্রিকেটার, তালিকায় একাধিক তারকা
- FB
- TW
- Linkdin
হরভজন সিং-
৪০ বছর বয়সী ভারতীয় তারকা স্পিনার হরভজন সিং গত আইপিএলে ব্যক্তিগত কারণে চেন্নাই সুপার কিংসের হয়ে আরব আমিরশাহিতে খেলেননি। এইবছর চেন্নাই ভাজ্জিকে দলে রাখেনি। দীর্ঘ দিন খেলার বাইরে থাকায় এই বছর হরভজন সিংকে কোনও ফ্র্যাঞ্চাইজি দলে নেবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।
কেদার যাদব-
সদ্য সমাপ্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুটি হাফ সেঞ্চুরি করেছেন কেদায় যাদব। কিন্তু চেন্নাই সুপার কিংস ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যানকে রিলিজ করে দিয়েছে। আইপিএলে কেদারের শেষ কয়েক বছরের পারফরমেন্স দেখে তাকে দলে কোনও ফ্র্যাঞ্জাইজি নেবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।
মুরলি বিজয়-
বিগত শেষ কয়েক বছরে আইপিএলে খুব একটা সফল হতে পারেননি মুরলি বিজয়। শেষবার ২০১৬ সালে পঞ্জাবের হয়ে ৪৫৩ রান করেছিলেন তিনি। তারপর থেকে আর ফর্মের ধারে কাছে নেই। শেষ মরসুমেও আইপিএলে সুযোগ পেয়েও কিছুই করতে পারেননি মুরলি বিজয়। এবছর সিএসকে থেকে রিলিজ করার পর অন্য কোনও দল না নেওয়ার সম্ভাবনাই বেশি।
করুণ নায়ার-
শেষ ১০টি টি-২০ ইনিংসে একটিও হাফ-সেঞ্চুরি করতে পারেননি করুণ নায়ার। মুস্তাক আলিকে তাঁর সর্বোচ্চ ২৭ রানের ইনিংস আসে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে। আইপিএল ২০২০-তে ৪টি ম্যাচ খেলে ১৬ রান সংগ্রহ করেন নায়ার। তার আগের মরশুমে নায়ার মাত্র ১টি ম্যাচে মাঠে নামার সুযোগ পান। ফর্ম না থাকায় আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা আপাতত নায়ারকে দনে নেওয়া থেকে বিরত থাকতে পারে।
জেসন রয়-
শেষ দুটি মরসুমে আইপিএলে খেলেননি ইংংল্যান্ডের তারকা ওপেনার জেসন রয়। শেষ ২০১৮ মরসুমে দিল্লির হয়ে খেলেছিলেন জেসন রয়। ব্যাট হাতে সর্বসাকুল্যে মাত্র ১২০ রান করেছিলেন তিনি। ফলে জেসন রয়কে কোনও দল এবছর কেনার জন্য উৎসাহ দেখাবে কিনা তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েই যাচ্ছে।
ন্যাথান কুল্টার নাইল-
অস্ট্রেলিয়ার পেস বোলার ন্যাথান কুল্টার নাইলকে ৮ কোটি টাকায় কিনছিল ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু বুমরা, বোল্ট, প্যাটিনসন সমৃদ্ধ বোলিং লাইনআপে খুব একটা সুযোগ হয়নি কুল্টারনাইলের। এছাড়া চোট প্রবণতাও রয়েছে তার। এবছর অজি তারকাকে রিলিজ করেছে মুম্বই। তাকে অন্য দলে নেওয়ার সম্ভাবনাও কম।
মঈন আলি-
ইংল্যান্ডের মিডল অর্ডার ব্য়াটসম্য়ান অফ স্পিনারকে গতবছর দলে নিয়েছিল আরসিবি। কিন্তু আশাব্যঞ্জক কিছুই করতে পারেননি তিনি। ৩ ম্যাচে মাত্র ১২ রান করেছিলেন। উইকেট নিয়েছিলেন একটি। এবছর আরসিবি রিলিজ দেওয়ার পর তারও দল না পাওয়ার সম্ভাবনাই বেশি।