- Home
- Sports
- Cricket
- রাজস্থানের বিরুদ্ধে কেকেআর দলে হতে পারে অনেকগুলি পরিবর্তন, দেখুন নাইটদের সম্ভাব্য একাদশ
রাজস্থানের বিরুদ্ধে কেকেআর দলে হতে পারে অনেকগুলি পরিবর্তন, দেখুন নাইটদের সম্ভাব্য একাদশ
- FB
- TW
- Linkdin
অজিঙ্কে রাহানে-
আইপিএল ২০২২-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম দিকের কিছু ম্য়াচে ওপেন করেছিলেন অভিজ্ঞ ভারতীয় ব্যাটসম্যান অজিঙ্কে রাহানে। প্রথম ম্য়াচে ব্যাটে রান পেলেও পরের দিকে ম্য়াচে রানের মধ্যে ছিলেন না তিনি। তবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্য়াচে ফের একবার ওপেনে রাহানাকে ফেরানো হতে পারে। সুযোগ পেলে বড় রান করার জন্য মুখিয়ে রয়েছেন রাহানে।
ভেঙ্কটেশ আইয়র-
গতবার আইপিএলে দুরন্ত ফর্মের জন্য তাকে রিটেন করেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এবার আইপিএলে একেবারেই সেরা ফর্মে নেই তিনি। এখনও পর্যন্ত মাত্র একটি অর্ধশতরান করেছেন তিনি। দল থেকে বাদ পড়তে পারেন বলে শোনা যাচ্ছে গুঞ্জন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ওপেনিং জুটিতে সোমবার ফের একবার ওপেন করতে দেখা যাবে ভেঙ্কটশকে। এদিনের ম্যাচে রানে ফিরতে না পারলে সমস্যা বাড়তে পারে ভেঙ্কটেশ আইয়রের।
শ্রেয়স আইয়র-
আইপিএল ২০২২-এ অধিনায়ক হিসেবে শুরুটা ভালো করলেও শেষ ৫ ম্য়াচে হার চাপে রেখেছে শ্রেয়স আইয়রকে। কিন্তু ব্যাটসম্যান হিসেবে দুটি ম্য়াচে ভালো খেললেও ধারাবাহিকভাবে রান করতে পারছেন না শ্রেয়স আইয়র। প্রথম পর্বে রাজস্থানের বিরুদ্ধে লড়াই করেও হারতে হয়েছিল কেকেআরকে। শ্রেয়স আইয়র খেলেছিলেন ৮৫ রানের ইনিংস। তেমনই ইনিংস খেলতে মুখিয়ে রয়েছেন কেকেআর অধিনায়ক।
নীতিশ রানা-
ব্যাট হাতে এবারের আইপিএলে কেকেআরের মিডল অর্ডারের অন্যতম বড় ভরসা নীতিশ রানা। হায়দরাবাদের বিরুদ্ধে একটি অর্ধশতরানের পর বেশ কিছু ম্যাচে ব্য়াটে রানের খরা ছিল তার। তবে শেষ ম্য়াচে দিল্লির বিরুদ্ধে অর্ধশতরান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও ব্যাট হাতে জ্বলে ওঠার অপেক্ষায় নীতিশ রানা।
রিঙ্কু সিং-
গুজরাট টাইটানসের বিরুদ্ধে এবারের আইপিএলের প্রথম দলে সুযোগ পেয়েছিলেন রিঙ্কু সিং। প্রয়োজনের সময় খেলেছিলেন ৩৫ রানের লড়াকু ইনিংস। দিল্লির বিরুদ্ধেও ২৩ রানের দরকারি ইনিংস খেলেছিলেন রিঙ্কু। ফলে দলে তার জায়গা নিয়ে কোনও সংশয় নেই। দুরন্ত ফিল্ডিংয়ের পাশাপাশি ফর্ম ধরে রেখে দিল্লির বিরুদ্ধে বড় স্কোর করাই লক্ষ্য রিঙ্কু সিংয়ের।
আন্দ্রে রাসেল-
এবারের আইপিএলে ব্য়াট হাতে ছন্দে থাকলেও ধারাবিহকতার অভাব রয়েছে আন্দ্রে রাসেলের। তবে বেশ কয়েকটি ম্য়াচে অনবদ্য ইনিংস খেলে নিজের জাত চিনিয়েছেন ক্যারেবিয়ান তারকা। বল হাতেও প্রয়োজনরে সময় নিয়েছেন উইকেট। শেষ ৫ ম্যাচ জেতাই যে তার লক্ষ্য তাও জানিয়েছেন আন্দ্রে রাসেল। রাজস্থানের বিরুদ্ধে আন্দ্রে রাসেল প্রস্তুত আরও একবার তার মাসেল পাওয়ার দেখানোর জন্য়।
মহম্মদ নবি-
রাজস্থান রয়্যালস ম্যাচে কেকেআর দলে সুযোগ পেতে পারেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মহম্মদ নবি। আইপিএলে একাধিক দলের হয়ে দীর্ঘ বছর খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এবার নিলামে তাকে কেকেআর নিলেও খেলার সুযোগ পাননি। তাই দরকারের সময় নবির উপর আস্থা দেখাতে পারেন কেকেআরের টিম ম্যানেজমেন্ট।
সুনীল নারিন-
কেকেআরের স্পিন অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্রের নাম সুনীল নারিন। তার মিস্ট্রি স্পিনের মায়াজাল যে এখনও বিপক্ষের ব্যাটসম্য়ানরা পুরোপুরি বুঝে উঠতে পারেননি সেই কথা বারবার প্রমাণিত হয়েছে। এবার বল হাতে দুরন্ত ছন্দে রয়েছেন ক্যারেবিয়ান তারকা স্পিনার। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। রাজস্থানের বিরুদ্ধে ও নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছে সুনীল নারিন।
টিম সাউদি-
বল হাতে লাগাতার অফ ফর্মের জন্য গত ম্যাচে প্য়াট কামিন্সের জায়গায় দলে সুযোগ পেয়েছিলেন মিডিয়াম পেসার টিম সাউদি। গুজরাটের বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে করেছিলেন অনবদ্য বোলিং। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে উইকেট না পেলেও রাজস্থানের বিরুদ্ধে বল হাতে জ্বলে ওঠার জন্য মুখিয়ে রয়েছেন কিউই তারকা পেসার।
উমেশ যাদব-
প্রতিযোগিতার শুরুটা অনবদ্য করেছিলেন উমেশ যাদব। বল হাতে ঝরাচ্ছিলেন আগুন। মাঝে কয়েকটি ম্যাচে গ্রাফ নামলেও দিল্লির বিরুদ্ধে শেষ ম্য়াচে ৩ উইকেট নিয়ে ফের একবার ছন্দে ফিরেছেন 'বিদর্ভ এক্সপ্রেস'। এবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও বল হতে জ্বলে উঠতে মুখিয়ে রয়েছেন কেকেআরের ভারতীয় তারকা পেসার।
হর্শিত রানা-
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের বোলিং লাইনআপে সুযোগ পেয়েছিলেন মিডিয়াম পেসার হর্শিত রানা। ৩ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও তার দলে সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি। নিজেরে সেরাটা দিয়ে দলকে সাফল্যে এনে দেওয়াই লক্ষ্য ভারতীয় তরুণ ডান হাতি পেসারের।