হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআর দলে থাকতে পারে একাধিক চমক, দেখে নিন সম্ভাব্য একাদশ
দিল্লি ক্যাপিটালসের হার থেকে শিক্ষা নিয়ে আইপিএল ২০২২ (IPL 2022) -এ শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের ( Sunrisers Hyderabad) বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। পরপর দুটি ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কেন উইলিয়ামসনের দল। অপরদিকে ফের ঘুড়ে দাঁড়াতে বদ্ধপরিকর শ্রেয়স আইয়রের দল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশে (Predicted 11) হতে পারে একাধিক পরিবর্তন। দেখে নিন সম্ভাব্য একাদশ।
| Published : Apr 14 2022, 06:36 PM IST / Updated: Apr 14 2022, 06:37 PM IST
- FB
- TW
- Linkdin
ভেঙ্কটেশ আইয়র-
কলকাতা নাইট রাইডার্স ওপেনিংয়ে অনেক আশা নিয়ে রিটেন করেছিল ভেঙ্কটেশ আইয়রকে। গতবার আইপিএলের সেরা খোঁজ ছিলেন তিনি। সেই সুবাদেই জাতীয় দলেও সুযোগ পেয়েছেন ভেঙ্কটেশ আইয়র। কিন্তু এবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে একটি অর্ধশতরান ছাড়া কোনও ম্যাচে বড় রান আসেনি ভেঙ্কটেশ আইয়রের ব্যাট থেকে। সানরাইজার্সের বিরুদ্ধে তার জায়গা নিয়ে কোনও সংশয় না থাকলেও রানে ফিরতে মরিয়া তিনি।
অ্যারন ফিঞ্চ-
আইপিএলের প্রথম থেকে ভেঙ্কটেশ আইয়রের সঙ্গে ওপেনিংয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন অজিঙ্কে রাহানে। কিন্তু প্রথম ম্যাচ বাদে কোনও ম্যাচেই বড় স্কোর করতে পারেননি তিনি। তাই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রাহানের পরিবর্তে দলে সুযোগ পাওয়ার প্রবল সম্ভাবনা অজি তারকা অ্যারন ফিঞ্চের। অনুশীলনেও ঘাম ঝড়াচ্ছেন অজি তারকা। সুযোগ আসলে তা লুফে নিতে প্রস্তুত ফিঞ্চ।
শ্রেয়স আইয়র-
আইপিএল ২০২২-এ অধিনায়ক হিসেবে নিজেকে অনেকাংশেই প্রমাণ করেছেন শ্রেয়স আইয়র। কিন্তু ব্যাটসম্যান হিসেবে এখনও নিজেকে প্রমাণ করা বাকি রয়েছে। দিল্লির বিরুদ্ধে অর্ধশতরান করে রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। যা দেখে স্বস্তি ফিরেছে কেকেআর শিবিরে। তবে ম্যাচ হারতে হয়েছে নাইটদের। তাই সানরাইজার্সের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠতে মুখিয়ে রয়েছেন শ্রেয়স।
নীতিশ রানা-
ব্যাট হাতে এবারের আইপিএলে এখনও বড় রানের মুখ দেখতে পারেননি কেকেআরের মিডল অর্ডারের অন্যতম বড় ভরসা নীতিশ রানা। কিছু ম্যাচে ঝলক দেখালেও ক্রিজে বেশি সময় দাঁড়াতে পারেননি। নীতিশ রানাকে নিয়ে চাপ বাড়ছে নাইট শিবিরের অন্দরেও। অনুশীলনে রানে ফেরার যাবতীয় চেষ্টা চালাচ্ছেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রানে ফিরতে মরিয়া তিনি।
শেলডন জ্যাকসন-
প্রথম দুটি ম্যাচে কেকেআরের হয়ে খেলেছিলেন শেলডন জ্যাকসন। ব্যাট হাতে সফল না হলেও তার উইকেট কিপিংয়ের প্রশংসা করেছিলেন সলেই। স্বয়ং সচিন তেন্ডুলর শেলডন জ্যাকসনের একটি স্টাম্প আউট ধোনির সঙ্গে তুলনা করেছিলেন। নেটে তার বিগ হিটিং ক্ষমতা মন জয় করেছে কোচ ব্র্য়ান্ডন ম্যাকালামের। ফিঞ্চ খেললে স্যাম বিলিংসের জায়গায় শেলডনের ফেরার সম্ভাবনা বেশি।
আন্দ্রে রাসেল-
পঞ্জাব কিংসের বিরুদ্ধে রানে ফিরেছিলেন আন্দ্রে রাসেলের। প্রতিপক্ষকে ধ্বংস করে দিয়ে খেলেছিলেন ৩১ বলে ৭০ রানের ইনিংস। আন্দ্রে রসেলের ফর্মে ফেরা বাড়তি স্বস্তি জুগিয়েছিল কেকেআর টিম ম্য়ানেজমেন্টকে। কিন্তু মুম্বই ও দিল্লি ম্যাচে ফের রান নেই দ্রে রাসের ব্যাটে। তাই সানরাইজার্স ম্যাচ থেকে ফের ছন্দে ফিরতে মরিয়া ক্যারেবিয়ান তারকা।
সুনীল নারিন-
কেকেআরের স্পিন অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্রের নাম সুনীল নারিন। তার মিস্ট্রি স্পিনের মায়াজাল যে এখনও বিপক্ষের ব্যাটসম্য়ানরা পুরোপুরি বুঝে উঠতে পারেননি সেই কথা বারবার প্রমাণিত হয়েছে। এবার বল হাতে দুরন্ত ছন্দে রয়েছেন ক্যারেবিয়ান তারকা স্পিনার। সানরাইজার্স হায়দরাাদের বিরুদ্ধেও নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছে সুনীল নারিন।
প্যাট কামিন্স-
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্যাট কামিন্সের বিধ্বংসী ব্যাটিং এবারের আইপিএলের অন্যতম সেরা ইনিংস। কিন্ত বল হাতে এখনও ছন্দে ফিরতে পারেননি টেস্ট ক্রিকেটের নাম্বার ওয়ান বোলার। তবে প্যাট কামিন্স আসায় দলের শক্তি অনেকটা বেড়েছে তা মেনে নিয়েছেন সকলেই। ব্যাটের পাশাপাশি তার আসল শক্তি বোলিংয়েও এবার সেরাটা দেওয়াই লক্ষ্য অজি তারকার।
উমেশ যাদব-
বর্তমানে আইপিএল ২০২২-এ বেগুনী টুপির অন্যতম দাবিদার হয়ে উঠেছেন কেকেআরের অভিজ্ঞ পেসার উমেশ যাদব। বল হাতে রীতিমত আগুন ঝরাচ্ছেন উমেশ। নিজের ছন্দ ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী কেকেআর তারকা পেসার। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে একইরকমভাবে আগুন ঝরিয়ে দলকে সাফল্য এনে দিতে মরিয়া 'বিদর্ভ এক্সপ্রেস' ।
বরুণ চক্রবর্তী-
কেকেআরেল স্পিন অ্যাটাকের অপর সেরা অস্ত্র মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। তবে আইপিএল ২০২২-এ এখনও পর্যন্ত নিজের চেনা ছন্দে আসতে পারেননি তিনি। তবে পুরোপুরি ফর্ম ফিরতে মুখিয়ে রয়েছেন বরুণ চক্রবর্তী। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সেরাটা দেওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।
রাসিখ সালাম-
কাশ্মীরের পেসারকে দলে এনে চমক দেওয়ার চেষ্টা করছে কলকাতা। শিবম মাভির বদলে তাঁকেই খেলাচ্ছে দল। এখনও অবধি কোনও উইকেট পাননি তিনি। শুক্রবার তাঁকে ফের সুযোগ দেওয়া হবে নাকি মাভিকে ফিরিয়ে আনা হবে সে দিকে নজর থাকবে। তবে মাভি যেভাবে রান দিয়েছে, সেখানে রাসিখ সালাম উইকেট না পেলেও রান খুব বেশি খরচ করেননি।