Match Prediction- ব্রিসবেনে ভারতের সিরিজ জয়, না ট্রফি ঘরে তুলবে অজিরা, রণংদেহী মেজাজে দুই দল

First Published Jan 14, 2021, 2:51 PM IST

শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ ও সিরিজ নির্ণায়ক টেস্ট। ব্রিসবেন গাব্বায় গতিময় পিচে ফাইনাল টেস্ট ম্যাচ ঘিরে চড়ছে উন্মাদনা ও উত্তেজনার পারদ। তবে শেষ টেস্টের আগে চোট সমস্যা ভাবাচ্ছে দুই দলকেই। সেইভাবেই রণকৌশল সাজাচ্ছেন টিম পেইন ও অজিঙ্কে রাহানের দল। ভারতীয় দলে অভিষেক হতে পারে আরও দুই ক্রিকেটারের। অপরদিকে পরিবর্তন হতে পারে অস্ট্রেলিয়া দলেও। তবে পরিস্থিতি যাই থাক ব্রিসবেন টেস্ট জিতে সিরিজ জিততে মরিয়া দুই দলই।
 

<p>অ্যাডিলেডে প্রথম টেস্টে হেরে সিরিজ শুরু করেছিল ভারতীয় দল। মেলবোর্নে দ্বিতীয় টেস্টে দুরন্তবাবে ঘুড়ে দাঁড়িয়ে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় টিম ইন্ডিয়া। সিডনিতে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মুখের জয় ছিনিয়ে নিয়ে ম্যাচ বাঁচায় ভারত। এই পরিস্থিতিতে ব্রিসবেন টেস্ট হতে চলেছে সিরিজ নির্ণায়ক। গতবার ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছিল ব্য়াগি গ্রিনরা। তাই এই সিরিজ জিততে মরিয়া অস্ট্রেলিয়া। অপরদিকে ট্রফি ধরে রাখতে বদ্ধপরিকর রাহানে ব্রিগেডও। এই পরিস্থিতিতে টানটান উত্তেজনা হতে চলেছে শেষ ম্য়াচ।<br />
&nbsp;</p>

অ্যাডিলেডে প্রথম টেস্টে হেরে সিরিজ শুরু করেছিল ভারতীয় দল। মেলবোর্নে দ্বিতীয় টেস্টে দুরন্তবাবে ঘুড়ে দাঁড়িয়ে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় টিম ইন্ডিয়া। সিডনিতে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মুখের জয় ছিনিয়ে নিয়ে ম্যাচ বাঁচায় ভারত। এই পরিস্থিতিতে ব্রিসবেন টেস্ট হতে চলেছে সিরিজ নির্ণায়ক। গতবার ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছিল ব্য়াগি গ্রিনরা। তাই এই সিরিজ জিততে মরিয়া অস্ট্রেলিয়া। অপরদিকে ট্রফি ধরে রাখতে বদ্ধপরিকর রাহানে ব্রিগেডও। এই পরিস্থিতিতে টানটান উত্তেজনা হতে চলেছে শেষ ম্য়াচ।
 

<p><br />
যদিও শেষ টেস্টের আগে চোট সমস্যায় জর্জরিত ভারতীয় দল। চতুর্থ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরা। এর আগেও সিরিজের মাঝ পথ থেকে ফিরে যেতে হয়েছে মহম্মদ শামি, উমেশ যাদব, কেএল রাহুলদের। ফলে ফাইনালল টেস্টের আগে দল বাছতে গিয়ে রীতিমত সমস্যায় পড়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।&nbsp;<br />
&nbsp;</p>


যদিও শেষ টেস্টের আগে চোট সমস্যায় জর্জরিত ভারতীয় দল। চতুর্থ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরা। এর আগেও সিরিজের মাঝ পথ থেকে ফিরে যেতে হয়েছে মহম্মদ শামি, উমেশ যাদব, কেএল রাহুলদের। ফলে ফাইনালল টেস্টের আগে দল বাছতে গিয়ে রীতিমত সমস্যায় পড়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। 
 

<p>চোটের কারণে চতুর্থ টেস্টে অভিষেক হতে পারে আরও দুই ভারতীয় ক্রিকেটারের। রবীন্দ্র জাদেজার বদলে দলে সুযোগ পেতে পারেন ওয়াশিংটনন সুন্দর। যদিও অপশন রয়েছে কুলদীপ যাদবকে খেলানোরও। এছাড়াও বুমরার বদলে অভিষেক হতে পারে টি২০ স্পেশালিস্ট টি নটরাজনের। তবে নটরাজনের সঙ্গে লড়াইতে রয়েছেন শার্দুল ঠাকুরও।&nbsp;<br />
&nbsp;</p>

চোটের কারণে চতুর্থ টেস্টে অভিষেক হতে পারে আরও দুই ভারতীয় ক্রিকেটারের। রবীন্দ্র জাদেজার বদলে দলে সুযোগ পেতে পারেন ওয়াশিংটনন সুন্দর। যদিও অপশন রয়েছে কুলদীপ যাদবকে খেলানোরও। এছাড়াও বুমরার বদলে অভিষেক হতে পারে টি২০ স্পেশালিস্ট টি নটরাজনের। তবে নটরাজনের সঙ্গে লড়াইতে রয়েছেন শার্দুল ঠাকুরও। 
 

<p>হনুমা বিহারীর জায়গায় দলে সুযোগ পেতে পারেন মায়াঙ্ক আগরওয়াল। সেক্ষেত্রে মায়াঙ্ক ও শুভমান গিল ওপেন করবেন। পরে ব্যাট করবেন রোহিত শর্মা। যদিও আরও একটি কথা ভাবা হয়েছি ভারতীয় টিম মেনেজমেন্টের তরফে। সেক্ষেত্রে ঋষভ পন্থ শুধু ব্যাটসম্যান হিসেবে খেলবেন ও ঋদ্ধমান সাহা খেলবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে।<br />
&nbsp;</p>

হনুমা বিহারীর জায়গায় দলে সুযোগ পেতে পারেন মায়াঙ্ক আগরওয়াল। সেক্ষেত্রে মায়াঙ্ক ও শুভমান গিল ওপেন করবেন। পরে ব্যাট করবেন রোহিত শর্মা। যদিও আরও একটি কথা ভাবা হয়েছি ভারতীয় টিম মেনেজমেন্টের তরফে। সেক্ষেত্রে ঋষভ পন্থ শুধু ব্যাটসম্যান হিসেবে খেলবেন ও ঋদ্ধমান সাহা খেলবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে।
 

<p>নানা সমস্যায় জর্জিত থাকলেও, কয়েকটি বিষয়ের জন্য ব্রিসবেন টেস্টে ভারতীয় দলে স্বস্তি রয়েছে। যেমন ওপেনে নজর কেড়েছেন শুভমান গিল। রানের মধ্যেও রয়েছেন তিনি। রোহিত শর্মা দলের সঙ্গে যোগ দেওয়ায় শক্তি আরও বেড়েছে ব্যাটিং লাইনআপের। মিডল অর্ডারে পুজারা ও অধিনায়ক রাহানে রানের মধ্যে রয়েছেন। এছাড়া পন্থ হাতে ব্যাথা নিয়েও সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে যে লড়াকু ইনিংস খেলেছেন তা স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে।<br />
&nbsp;</p>

নানা সমস্যায় জর্জিত থাকলেও, কয়েকটি বিষয়ের জন্য ব্রিসবেন টেস্টে ভারতীয় দলে স্বস্তি রয়েছে। যেমন ওপেনে নজর কেড়েছেন শুভমান গিল। রানের মধ্যেও রয়েছেন তিনি। রোহিত শর্মা দলের সঙ্গে যোগ দেওয়ায় শক্তি আরও বেড়েছে ব্যাটিং লাইনআপের। মিডল অর্ডারে পুজারা ও অধিনায়ক রাহানে রানের মধ্যে রয়েছেন। এছাড়া পন্থ হাতে ব্যাথা নিয়েও সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে যে লড়াকু ইনিংস খেলেছেন তা স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
 

<p>অপরদিকে, রবিচন্দ্রন অশ্বিন ছাড়া ব্রিসবেনে সম্পূর্ণ তরুণ ও অনিভিজ্ঞ বোলিং লাইনআপ নিয়ে খেলতে নামবে ভারতীয় দল। কারণ সাইনি, সিরাজ, শার্দুল, যেই খেলুক না কেনও তাদের টেস্ট অভিজ্ঞতা একেবারে সামান্য। নটরাজনের খেললে অভিষেক হবে তার। কিন্তু অশ্বিনের দুরন্ত ফর্মের পাশাপাশি সুযোগ পেয়েই নজর কাড়া পারফরমেন্স করেছেনন সাইন ও সিরাজ।</p>

অপরদিকে, রবিচন্দ্রন অশ্বিন ছাড়া ব্রিসবেনে সম্পূর্ণ তরুণ ও অনিভিজ্ঞ বোলিং লাইনআপ নিয়ে খেলতে নামবে ভারতীয় দল। কারণ সাইনি, সিরাজ, শার্দুল, যেই খেলুক না কেনও তাদের টেস্ট অভিজ্ঞতা একেবারে সামান্য। নটরাজনের খেললে অভিষেক হবে তার। কিন্তু অশ্বিনের দুরন্ত ফর্মের পাশাপাশি সুযোগ পেয়েই নজর কাড়া পারফরমেন্স করেছেনন সাইন ও সিরাজ।

অপরদিকে, চোট সমস্যা রয়েছে অস্ট্রেলিয়া দলেও। সেই কারণে চতুর্থ টেস্টে ফের পরিবর্তন হতে চলেছে দলের ওপেনি জুটি। কারণ চোটের কারণে খেলতে পারবেন না পুকোভস্কি। প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার ওপেনিংয়ের দায়িত্ব সামলেছেন ম্য়াথু ওয়েড ও জো বার্নস। ওয়েড কিছুটা রান করলেও ফর্মে ছিলেন বার্নস। তৃতীয় টেস্টে ওপেন করেন ওয়ার্বনার ও পুকোভস্কি। ওয়ার্নার ছন্দে না থাকলেও, দুরন্ত ব্যাট করেন পুভোস্কি। কিন্তু চোটের কারণে শেষ টেস্টে তিনি না থাকায় আবার নতুন জুটি নিয়ে ওপেন করতে হবে ওয়ার্নারকে।

অপরদিকে, চোট সমস্যা রয়েছে অস্ট্রেলিয়া দলেও। সেই কারণে চতুর্থ টেস্টে ফের পরিবর্তন হতে চলেছে দলের ওপেনি জুটি। কারণ চোটের কারণে খেলতে পারবেন না পুকোভস্কি। প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার ওপেনিংয়ের দায়িত্ব সামলেছেন ম্য়াথু ওয়েড ও জো বার্নস। ওয়েড কিছুটা রান করলেও ফর্মে ছিলেন বার্নস। তৃতীয় টেস্টে ওপেন করেন ওয়ার্বনার ও পুকোভস্কি। ওয়ার্নার ছন্দে না থাকলেও, দুরন্ত ব্যাট করেন পুভোস্কি। কিন্তু চোটের কারণে শেষ টেস্টে তিনি না থাকায় আবার নতুন জুটি নিয়ে ওপেন করতে হবে ওয়ার্নারকে।

<p>যদিও তৃতীয় টেস্টে রানে ফিরেছে অস্ট্রেলিয়া মিডল অর্ডার। দুরন্ত ব্যাটিং করেছে মার্নাস লাবুশানে ও স্টিভ স্মিথ। &nbsp;রানের মধ্যে ফিরেছেন অধিনায়ক টিম পেইনও। ফলে দলের ওপেনিং জুটি নিয়ে সমস্যা থাকলেও, মিডল অর্ডার ভরসা জোগাচ্ছে ব্যাগি গ্রিনদের।<br />
&nbsp;</p>

যদিও তৃতীয় টেস্টে রানে ফিরেছে অস্ট্রেলিয়া মিডল অর্ডার। দুরন্ত ব্যাটিং করেছে মার্নাস লাবুশানে ও স্টিভ স্মিথ।  রানের মধ্যে ফিরেছেন অধিনায়ক টিম পেইনও। ফলে দলের ওপেনিং জুটি নিয়ে সমস্যা থাকলেও, মিডল অর্ডার ভরসা জোগাচ্ছে ব্যাগি গ্রিনদের।
 

<p>বোলিং লাইনআপের ফর্ম নিয়ে কিছুটা অসন্তুষ্ট অজি টিম মেনেজমেন্টষ কারণ সিডনি টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়া জয়ের জন্য দরকার ছিল ৮ উইকেট। কিন্তু দিনভর চেষ্টা করেও তা নিয়ে ব্যর্থ হয়েছেন স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড, লিয়নরা। যদিও চতুর্থ টেস্টে চেনা ছন্দে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী অজি বোলিং লাইন।</p>

বোলিং লাইনআপের ফর্ম নিয়ে কিছুটা অসন্তুষ্ট অজি টিম মেনেজমেন্টষ কারণ সিডনি টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়া জয়ের জন্য দরকার ছিল ৮ উইকেট। কিন্তু দিনভর চেষ্টা করেও তা নিয়ে ব্যর্থ হয়েছেন স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড, লিয়নরা। যদিও চতুর্থ টেস্টে চেনা ছন্দে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী অজি বোলিং লাইন।

<p>ব্রিসবেনে ফাইনাল টেস্টে যে হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে এবিষয়ে কোনও সন্দেহ নেই। গাব্বার গতিময় উইকেট রুদ্ধশ্বাস ক্রিকেট দেখার অপেক্ষায় বিশ্ব জুড়ে ক্রিকেট প্রেমীরা। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় টেস্ট জয় ও তৃতীয় টেস্ট ঐতিহাতিসকভাবে ট্র করায় আত্মবিশ্বাস ভালো জায়গায় রয়েছে টিম ইন্ডিয়ার। ফলে কিছুটা অ্যাডভান্টেজ নিয়েই শুরু করবে অজিঙ্কে রাহানের দল।&nbsp;</p>

ব্রিসবেনে ফাইনাল টেস্টে যে হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে এবিষয়ে কোনও সন্দেহ নেই। গাব্বার গতিময় উইকেট রুদ্ধশ্বাস ক্রিকেট দেখার অপেক্ষায় বিশ্ব জুড়ে ক্রিকেট প্রেমীরা। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় টেস্ট জয় ও তৃতীয় টেস্ট ঐতিহাতিসকভাবে ট্র করায় আত্মবিশ্বাস ভালো জায়গায় রয়েছে টিম ইন্ডিয়ার। ফলে কিছুটা অ্যাডভান্টেজ নিয়েই শুরু করবে অজিঙ্কে রাহানের দল। 

Today's Poll

একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন