সচিন-সেওয়াগের বিধ্বংসী ব্যাটিং, নস্টালজিয়ায় ভেসে বাংলাদেশকে ১০ উইকেটে হারাল ভারত
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম ম্যাচেই নস্টালজিয়ায় ভাসল ক্রিকেট প্রেমিরা। সচিন-সেওয়াগের বিধ্বংসী ওপেনিং জুটির উপর ভর করে ১০ উইকেটে বাংলাদেশ লেজেন্ডকে উড়িয়ে দিল ভারতীয় লেজেন্ড দল।
18

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম ম্য়াচে মুখোমুখি হয়েছিল ভারতীয় লেজেন্ড দল বনাম বাংলাদেশ লেজেন্ড দল।
28
ক্রিকেটকে বিদায় জানালেও, ক্লাস যে পারমানেন্ট তা আরও একবার ফের প্রমাণ করলেন সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সেওয়াগ।
38
ম্য়াচে প্রথমে ব্যাট করে ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১১০ রান টার্গট দেয় বাংলাদেশ লেডেন্ড দল।
48
সেই রান তাড়া করতে নেমে নস্টালজিয়ায় ভাসল ক্রিকেট প্রেমিরা। সচিন-সেওয়াগ জুটিকে ব্যাট হাতে ওপেন করতে নামতে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন অনেকেই।
58
সচিন-সেওয়াগের অনবদ্য ব্যাটিং চুটিয়ে উপভোগ করলেন সকলে। বিশেষ করে বীরেন্দ্র সেওয়াগের বিধ্বংসী ব্য়াটিং অবাক করে সকলকে।
68
৩৫ বলে ৮০ রানে অপরাজিত থাকেন সহবাগ। তাঁর ইনিংস ১০টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ছিল।
78
পিছিয়ে ছিলেন সচিন তেন্ডুলকরও। ২৬ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেন মাস্টার ব্লাস্টার। তিনিও ৫টি বাউন্ডারি মারেন।
88
মাত্র ১০.১ ওভারে ১১৪ রান তুলে ম্যাচ জিতে যায় ভারত। আগামী ৯ মার্চ ইংল্যান্ড লেজেন্ডসের বিরুদ্ধে ফের মাঠে নামবেন ভারতীয় লেজেন্ডরা।
Latest Videos