- Home
- Sports
- Cricket
- T20 WC 2021 - পরিসংখ্যান বলছে কিউইদের বিরুদ্ধে ভারতের সেরা অস্ত্র রোহিত, আছে একটা 'কিন্তু'
T20 WC 2021 - পরিসংখ্যান বলছে কিউইদের বিরুদ্ধে ভারতের সেরা অস্ত্র রোহিত, আছে একটা 'কিন্তু'
- FB
- TW
- Linkdin
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি২০ ম্যাচে রোহিত শর্মা তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। ১৩টি ইনিংসে তিনি ৩৩৮ রান করেছেন। তাঁর আগে আছেন একমাত্র পাকিস্তানের মহম্মদ হাফিজ এবং ইংল্যান্ডের ইয়ন মর্গান। স্ট্রাইক রেটও দুর্দান্ত, ১৩৭.৯৫।
কিউইদের বিপক্ষে টি২০ ক্রিকেটে সবথেকে বেশি অর্ধশতরানও (৪টি) করেছেন রোহিতই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা শেষ দুটি ম্যাচেও অর্ধশতরান করেছেন রোহিত শর্মা। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে চোট পাওয়ায় ৬০ রানের মাথাতেই অপরাজিত অবস্থায় ফিরতে হয়েছিল। ১৪৫-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন তিনি।
টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রথম খেলায় পাকিস্তানের বিরুদ্ধে দুই উইকেট নিয়েছেন ইশ সোধি। এই কিউই স্পিনারের বিরুদ্ধে রোহিত শর্মা ৫ ইনিংসে জুড়ে ১৩৯-এর বেশি স্ট্রাইক রেটে রান করেছেন। তবে, সোধি আক্রমণে আসার আগেই আসবেন বাঁহাতি সুইং বোলার ট্রেন্ট বোল্ট। আর সেখানেই আটকে রয়েছে সেই কিন্তুর প্রশ্ন।
বাঁহাতি পেস বোলিংয়ের বিরুদ্ধে রোহিত শর্মা যে কোনওদিনই স্বচ্ছন্দ নন, তা সকলেই জানেন। ট্রেন্ট বোল্টের বিরুদ্ধেও রোহিত শর্মার পরিসংখ্যান মোটেই ভাল নয়। ৭ ইনিংসে বোল্টের বিরুদ্ধে মাত্র ২৯ রান করতে পেরেছেন ভারতীয় ওপেনার। তিনবার আউট হয়েছেন বোল্টের বলে।
মাঝের কয়েক বছর, স্টান্সে সামান্য পরিবর্তন করে বাঁহাতি জোরে বোলারদের বিরুদ্ধে তাঁর দুর্বলতা জয় করেছিলেন রোহিত। তবে পাকিস্তান ম্যাচেই আরও এক বাঁহাতি জোরে বোলার শাহীন শাহ আফ্রিদির বলে ঠিক আগের ভঙ্গিতেই আউট হয়েছেন। সেই কারণেই উদ্বেগ আরও বেশি।
শাহীনের বলে বোল্ড হওয়াটা ধরে ১৪ বার টি২০ ক্রিকেটে বাঁহাতি জোরে বোলারের বলে আউট হয়েছেন রোহিত। বাঁহাতি বোলারদের বিরুদ্ধেই তাঁর রানের গড়ও সর্বনিম্ন। তার উপর বোল্ট আবার ঠিক শাহীন শাহ আফ্রিদির মতোই পারফরম্যান্স করতে চেয়ে, ম্যাচের আগেই আবহাওয়া গরম করে রেখেছেন।