কোন নিয়মে কীভাবে হতে চলেছে আইপিএল ২০২২, জেনে নিন সম্পূর্ণ নিয়মাবলী
- FB
- TW
- Linkdin
আইপিএল ২০২২ নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার ১০ দলের প্রতিযোগিতা ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ভারতের মাটিতেই আয়োজিত হতে চলেছে আইপিএল।
আইপিএল শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ মে। প্লে-অফ ও ফাইনাল মিলিয়ে মোট ৭৪টি ম্যাচ হবে। লিগ পর্যায়ের ৭০টি ম্যাচ রাখা হয়েছে মহারাষ্ট্রের দুই শহর মুম্বই এবং পুণেতে। প্লে-অফের ভেন্যু নির্ধারিত হবে পরে।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০টি ম্যাচ হবে। ১৫টি ম্যাচ হবে মুম্বইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে । ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ২০টি ম্যাচ হবে। পুণের এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ১৫টি ম্যাচ।
প্রতিটি দল ওয়াংখেড়ে ও ডিওয়াই পাটিল স্টেডিয়ামে খেলবে ৪টি করে ম্যাচ। ৩টি করে ম্যাচ খেলবে ব্রাবোর্ন ও এমসিএ স্টেডিয়ামে। ১০টি দল ৭০টি লিগ ম্যাচের মধ্যে ১৪টি করে ম্যাচ (৭টি হোম ও ৭টি অ্যাওয়ে ভিত্তিতে) খেলবে। এরপর ৪টি প্লেঅফ ম্যাচ থাকবে।
২০১১ সালে যে নিয়মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আয়োজিত হয়েছিল, এ বারও সেই নিয়মেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ১০টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপে পাঁচটি করে দল রাখা হয়েছে।
১০ দলকে ভাগ করা হয়েছে দু'টি গ্রুপে। গ্রুপ-'এ'-তে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians), দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals), কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)
গ্রুপ বি-তে রয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), সানরাইজার্স হায়দরাবাদ (Sunrises Hyderabad), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore), পঞ্জাব কিংস (Punjab Kings) ও গুজরাত টাইটান্স (Gujarat Titans)
সব দল নিজেদের গ্রুপের বাকি চার দলের সঙ্গে দু’বার করে খেলবে। অন্য গ্রুপের যে কোনও একটি দলের সঙ্গেও দু’বার খেলবে। অন্য গ্রুপের বাকি যে চারটি দল থাকবে, তাদের সঙ্গে এক বার করে খেলবে।
দলের সংখ্যা বাড়লেও লিগ পর্বে প্রত্যেক দলকে আগের মতো ১৪টি করে ম্যাচই খেলতে হবে। অর্থাৎ গ্রুপ পর্যায় থেকে সেমিফাইনালে উঠতে গেলে কঠিন সমীকরণের মধ্য দিয়ে যেতে হবে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে।
এই নিয়মে খেলা হওয়ার পর পয়েন্টের বিচারে প্রথম চারটি দলই পয়েন্টের বিচারে প্লে অফের জন্য কোয়ালিফাই করবে। সেখান থেকে আগের মতই প্রথম দুই দল নিজেদের মধ্যে খেলবে। যে জিতবে সে সরাসরি ফাইনাল। ৩ ও ৪ নম্বর দল এলিমিনেটর খেলবে সেখানকার জয়ী দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারের পাজিত দলের সঙ্গে। তাদর মধ্যে জয়ী দল ফাইনালে পৌছবে।