- Home
- Sports
- Cricket
- শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজের দ্বিতীয় ম্য়াচে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ, দেখে নিন এক নজরে
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজের দ্বিতীয় ম্য়াচে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ, দেখে নিন এক নজরে
- FB
- TW
- Linkdin
রোহিত শর্মা-
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি২০ ম্য়াচে শুরুটা ভালোই করেছিল অধিনায়ক রোহিত শর্মা। ৩২ বলে ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ম্য়াচেও অধিনায়ক হিসেবে দলকে জেতানোর পাশাপাশি ব্য়াট হাতে বড় রান করতে মুখিয়ে রোহিত শর্মা।
ইশান কিশান-
ওয়েস্টি বিরুদ্ধে সিরিজেই ছন্দে থাকার ইঙ্গিত দিয়েছিলেন ইশান কিশান। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি২০ বিধ্বংসী মেজাজে পাওয়া যায় তরুণ ওপেনারকে। ৫৬ বলে ৮৯ রানের ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ম্য়াচেও নিজের ফর্ম ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী ইশান।
শ্রেয়স আইয়র-
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি২০ ম্য়াচে বিধ্বংসী ব্য়াটিং করেতিলেন শ্রেয়স আইয়র। ২৮ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংসে ভারতীয় দলকে পৌছে দিয়েছিলেন ২০০ রানের দোরগোড়ায়। দ্বিতীয় ম্য়াচেও বড় রান করতে মুখিয়ে রয়েছেন মিডল অর্ডার ব্য়াটসম্য়ান।
সঞ্জু স্যামসন-
প্রথম টি২০ ম্য়াচে দীর্ঘদিন পর ভারতীয় দলে সুযোগ পেলেও ব্য়াট করার সুযোগ পাননি সঞ্জু স্যামসন। দ্বিতীয় ম্য়াচেও তার দলে জায়গা পাওয়া নিয়ে খুব একটা সমস্যা নেই। ব্য়াটিংয়ে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন সঞ্জু।
দীপক হুডা-
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাঁচ নম্বরে থাকতে পারেন পাওয়ার-হিটার দীপক হুডা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের হয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। অধিনায়ক রোহিত শর্মার প্রথম একাদশে তার পাওয়ার-হিটিং দক্ষতার সাথে বোলিং প্রয়োজন হতে পারে।
ভেঙ্কটেশ আইয়র-
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি২০ সিরিজে অনবদ্য ফর্মে ছিলেন ভেঙ্কটেশ আইয়র। তিন ম্য়াচে প্রতিটিতেই বিধ্বংসী ব্য়াটিং করে ধারাবাহিকভাবে রান করেছেন। তৃতীয় ম্য়াচে বল হাতেও নিয়েছেন ২ উইকেট। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি২০ ম্য়াচে ব্য়াটিংয়ের সুযোগ না আসলেও, বোলিংয়ে ২ উইকেট নিয়েছেন ভেঙ্কটেশ।
রবীন্দ্র জাদেজা-
চোট সারিয়ে দীর্ঘ দিন পর ভারতীয় দলে ফিরেছেন তারকা অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা। দলে ফিরেই তার জাত চিনিয়েছেন জাড্ডু। বল হাতে ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ব্য়াট-বল-ফিল্ডিং তিন বিভাগেই ফের নিজের সেরাটা দিতে মুখিয়ে জাড্ডু।
ভুবনেশ্বর কুমার-
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজে প্রথম দুটি ম্য়াচে অনবদ্য বোলিং করেছেন অভিজ্ঞ মিডিয়াম পেসার ভুবনেশ্বর কুমার। শেষ ম্য়াচে বিশ্রামে ছিলেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি২০ ম্য়াচে দলে ফিরে অনবদ্য বোলিং করে ২ উইকেট নেন ভুবি।
জসপ্রীত বুমরা-
বিশ্রামের পর শ্রীলঙ্কা সিরিজ থেকে জাতীয় দলে ফিরেছেন তারকা পেসার জসপ্রীত বুমরা। এই সিরিজে দলের সহ অধিনায়কও নির্বাচিত হয়ছেন তিনি। প্রথম ম্য়াচে উইকেট না পেলেও দ্বিতীয় ম্য়াচে আগুন ঝরাতে প্রস্তুত বুমরা।
হার্শল প্যাটেল-
ভারতীয় দলের পেস অ্যাটাকে তৃতীয় পেসার হিসেবে খেলবেন হার্শল প্যাটেল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্য়াচে অনবদ্য বোলিং করেছিলেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্য়াচে উইকেট না পেলেও দ্বিতীয় ম্য়াচে স্বমহিমায় ফেরাই লক্ষ্ হার্শল প্যাটেলের।
যুজবেন্দ্র চাহল-
দলের স্পিন অ্য়াটাকের অন্যতম প্রধান অস্ত্র যুজবেন্দ্র চাহল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুটি টি২০ ম্য়াচে দলের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন যুজবেন্দ্র চাহল। তৃতীয় ম্য়াচে বিশ্রাম নিলও শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্য়াচে ৩ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নেন চাহল। দ্বিতীয় ম্য়াচেও সেরাটা দিতে মুখিয়ে তিনি।