গায়ে হলুদ, বিয়ে থেকে রিসেপশন, দেখুন চাহাল-ধনশ্রীর 'ওয়েডিং অ্যালবাম'
২২ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহল। কোরিওগ্রাফার-ইউটিউবার ধনশ্রী ভার্মাকে বিয়ে করলেন চাহল। আইপিএল খেলতে যাওয়ার আগে বাগদানের ছবি দিয়ে সকলকে চমক দিয়েছিলেন চাহাল। তারপর দুজনের একাধিক রোমান্টিক মুহূর্তের ছবি বারবার সামনে এসেছে। অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন চাহাল। দেখুন চাহাল-ধনশ্রীর বিয়ের গায়ে হলুদ, আংটি বদল, বিয়ে থেকে শুরু করে রিসেপশন, সম্পূর্ণ বিয়ের অ্যালবাম।
| Dec 25 2020, 10:10 PM IST
- FB
- TW
- Linkdin
)
মঙ্গলবার গুরুগ্রামের কর্মা লেক রিসর্টে বিয়ের আসর বসেছিল যুজবেন্দ্র চাহল ও ধনশ্রীর। বিয়ের দিনই ছবি শেয়ার করেন নব দম্পতি।
Subscribe to get breaking news alerts
বিয়ের আগে গায়ে হলুদের ছবিও পড়ে শেয়ার করেন ভারতীয় ক্রিকেট তারকা। যেখানে আনন্দে উৎফুল্ল দেখায় চাহাল ও ধনশ্রীকে।
গায়ে হলুদের অনুষ্ঠানে চাহাল-ধনশ্রী ছাড়াও সকলে কীভাবে আনন্দে মেতেছিলেন এই ছবি থেকেই তা প্রমাণ পাওয়া যায়।
এছাড়া বিয়ের নানা মুহূর্তের ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে ফটোশুট করতেও দেখা গিয়েছে তারকা জুটিকে।
রোমান্টিক মুহূর্তেও ধরা দিয়েছে চাহাল ও ধনশ্রী। যেখানে দুজনের মধ্যে ভালোবাসা স্পষ্ট। যেই ছবি মন জয় করে নিয়েছে নেটিজেনদের।
চাহাল-ধনশ্রীর রোমান্টিক মুহূর্তের ছবি এই প্রথম নয়, এর আগেও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এই জুটির ছবি।
বিয়ের দিন লেক রিসর্টে মেরুন লেহঙ্গায় সাজেন ধনশ্রী। যুজবেন্দ্র পরেন আইভরি শেরওয়ানি, মেরুন পাগড়ি। হিন্দু মতে বিয়ে করেন তাঁরা।
বিয়ের পর যুজবেন্দ্র চাহল ও ধনশ্রী ভার্মা দুজনেই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়।
বিয়ের রিসেপশনের দিনও লুকসে সকলের মন জিতে নেন চাহাল ও ধনশ্রী। শিখর ধওয়ান তাদের রিসেপশনের ছবি শেয়ার করে।
বর্তমানে খেলা না থাকায় বিয়ের পর পরিবারের সঙ্গেই দিন কাটাচ্ছেন চাহল। সময় দিচ্ছেন নতুন স্ত্রীকেও। একইসঙ্গে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ভারতীয় ক্রিকেট তারকা।