এই ভারতীয় ক্রিকেটাররা হয়েছেন অভিনেতা, তালিকায় রয়েছে দুই বিশ্বকাপ জয়ী তারকা
ক্রিকেট (Cricket) ও বলিউডের (Bollywood) সম্পর্ক চিরন্তন। ক্রিকেটারদের বলি অভিনেত্রী প্রেমে পড়া থেকে শুরু করে জীবন সঙ্গী হিসেবে বেছে নেওয়া এমন অনেক উদাহরণ রয়েছে। আবার ক্রিকেট খেলার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করেছেন এমন ক্রিকেটারের (Cricketers Become Actor)সংখ্যাও কম নয়। আজ আপনাদের জানাবো এমনই কিছু ক্রিকেটারদের বিষয়ে যারা ২২ গজের পাশাপাশি রুপোলী পর্দাতেও তাদে অভিনয় দক্ষতা দেখিয়েছেন।
| Published : May 17 2022, 02:48 PM IST
- FB
- TW
- Linkdin
সন্দীপ পাটিল-
প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার সন্দীপ পাটিল পিঞ্চ হিটার, মিডিয়াম পেসার ও দুর্দান্ত ফিল্ডিং ছাড়াও একজন পপ গায়ক ও সিনেমায় অভিনয় করেছেন। যদিও ২২ গজে যতটা খ্যাতি অর্জ করেছেন সন্দীপ পাটিল, বড় পর্দায় ততটা নাম অর্জন করতে পারেননি সন্দীপ পাটিল।
১৯৮৩ বিশ্বকাপ জয়ের পর প্রথম ‘কভি আজনাবি থা’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন। তার সহ ক্রিকেটার সৈয়দ কিরমানি খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিটি ১৯৮৫ সালে মুক্তি পায়। সিনেমার শুরুতে একটি দুর্দান্ত গল্প দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত ফ্লপ হয়েছিল। এরপর পাটিলের বলিউডের ক্যারিয়ার গড়ার স্বপ্নও ভেঙ্গে যায়।
অজয় জাদেজা-
প্রাক্তন ভারতীয় দলের স্টাইলিশ ব্যাটসম্যান অজয় জাদেজাও ক্রিকেট ছাড়ার পর সিনেমা জগতে পা রেখেছিলেন। ক্রিকেট খেলার সময় থেকেই মিষ্টি চেহারার জাদেজা নারী মনে জায়গা করে নিয়েছিলেন। তার হাসিতে কাবু ছিলেন অনেকেই। কিন্তু বড় পর্দায় তিনিও সফল হতে পারেননি।
ভারতের হয়ে অনেক স্মরণীয় ইনিংস খেলা এই ব্যাটসম্যান সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘কে পো চে’ ছবিতে অজয় জাদেজা একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। জাদেজার প্রথম অভিনীত সিনেমা ছিল সানি দেওল ও সুনীল শেঠির বিপরীতে ‘খেল’ চলচ্চিত্রে। এছাড়াও তিনি ‘পাল পাল দিল কে পাস’ ছবিতে অভিনয় করেছেন।
বিনোদ কাম্বলি-
সচিন তেন্ডুলকারের সাথে ক্রিকেট কেরিয়ার শুরু করা বিনোদ কাম্বলির জীবন কোন সিনেমার চেয়ে কম নয়। তিনি প্রথম ভারতীয় যিনি দ্রুততম টেস্ট ক্রিকেটে ১০০০ রানের গণ্ডি পার করেছেন, এই রেকর্ড আজও কারো পক্ষে ভাঙ্গা সম্ভব হয়নি। খুব অল্প সময়ে তার ক্রিকেট কেরিয়ার শেষও হয়ে যায়।
ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানানোর চলচ্চিত্রে মনোনিবেশ করেছিলেন বিনোদ কাম্বলি। বিনোদ কাম্বলির ‘আরথ” চলচ্চিত্র দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। তারপরে তাকে ‘পাল পাল দিল কে পাস’ এবং কন্নড় চলচ্চিত্র ‘বেট্টাঙ্গারে’তে দেখা যায়। তবে অভিনয়ের কেরিয়ারও তার দীর্ঘায়িত হয়নি।
সালিল আঙ্কোলা-
প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার সলিল আঙ্কোলা ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে তার ক্রিকেট অভিষেক ম্যাচ খেলেছিলেন। এটি ছিল তার প্রথম ও শেষ টেস্ট ম্যাচ। তারপর আর সেভাবে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাননি তিনি। তবে সালিল আঙ্কোলার রূপ কিন্তু সকলকে মুগ্ধ করেছিল।
এরপর সালিল আঙ্কোলা ক্রিকেট ছেড়ে চলচ্চিত্র জগতে পা রাখেন। সঞ্জয় দত্ত অভিনীত ‘কুরুক্ষেত্র’ দিয়ে অভিনয় শুরু করেছিলেন সলিল আঙ্কোলা। তিনি ‘ফাদার’ এবং ‘চোরা হ্যায় তুমনে’ ছবিতেও কাজ করেছিলেন। এছাড়া একাধিক টিভি ধারাবাহিকেও অভিনয় করেছেন সালিল আঙ্কোলা। যার মধ্যে 'ইসসস...কোওই হ্যায়' হিট করেছিল।
এস শ্রীসন্থ-
ভারতের ফাস্ট বোলার এস শ্রীসন্থ, যিনি কেরালা এক্সপ্রেস নামে পরিচিত। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অংশ ছিলেন। এরপর ২০১৩ আইপিএল স্পট ফিক্সিং মামলায় তাকে আজীবন নিষিদ্ধ করা হয়। যার ফলে তার ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে যায়।
এরপর তিনি অভিনয় ও রাজনীতি জগতে ক্যারিয়ার গড়ার কথা ভাবেন। বলিউড ছবি ‘অ্যানাউবার’ দিয়ে বড় পর্দায় পা রেখেছিলেন। এরপর তিনি আরও ২টি চলচ্চিত্রে করেছেন। এছাড়া বিভিম্ম রিয়েলিটি শো-তেও অংশ নিয়েছেন শ্রীসন্থ। তার নাচের দক্ষতাও ভালো। নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফিরেছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেট খেলে অবসর ঘোষণা করেছেন। ফের বলিউডে দেখা যেতে পারে তাকে।