কঠোর অনুশীলনের ফাঁকে চুটিয়ে 'জলকেলি', দেখুন বিরাটদের 'পুল সেশনের' ছবি
- FB
- TW
- Linkdin
অনুশীলনের ফাঁকে পুল সেশনে সবথেকে বেশি খোশ মেজাজে পাওয়া গেল আরসিবি অধিনায়ক বিরাট কোহলিকে।
সুইমিং পুলে সময় কাটানোর প্রতিটি মুহূর্ত চুটিয়ে উপভোগ করলেন রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্যাঙ্গালোরের অধিনায়ক।
ছবি শেয়ার করে বিরাট কোহলি ক্যাপশনে লিখলেন 'পুলে একটা যথার্থ দিন।'
প্রোটিয়া তারকা পেসার ডেল স্টেইনও উপভোগ করলেন পুল সেশন। সতীর্থ সঙ্গে মজা করতেও দেখা যায় তাকে।
একইরকম মেজাজে পাওয়া গেল অপর প্রোটিয়া তারকা ও আরসিবির বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সকেও।
সুইমিংয়ে ভলিবল খেলতেও দেখা যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রতিটি সদস্যকে। ফিটনেস যথার্থ রাখাও এর কারণ।
নিজেদের মধ্যে ভলিবল খেলার সময়ও বিরাট কোহলিকে পাওয়া গেল স্বমহিমায়। ক্রিকেট হোক আর ভলিবল সব খেলাই যে তিনি অন্তর থেকে উপভোগ করেন তার প্রমাণ পাওয়া গেল পুল সেশনে।
ভারতীয় দলের তারকা পেসার উমেশ যাদবও ধরা দিলেন বিন্দায় মুডে। দীর্ঘ দিন পর ক্রিকেটে ফিরতে পেরে খুশি তিনিও।
আইপিএলের আগে সিক্স প্যাক বানিয়ে সকলকে চমক দিয়েছিলেন নবদীপ সাইনি। পুল সেশনে দেখা মিলল তার মাচো লুকের ঝলক।
এর আগে অনুশীলনেও দলের সঙ্গে খোশ মেজাজে পাওয়া গিয়েছিল কোহলিকে। গোটা দলেরও আত্মবিশ্বাস এবছর তুঙ্গে রয়েছে বলে জানিয়েছেন বিরাট। অধরা আইপিএল ট্রফি জেতাই মুল লক্ষ্য কোহলি এন্ড ব্রিগেডের।