কোহলির বিরাট কীর্তি, ফের সচিনের রেকর্ড ভাঙলেন ভারত অধিনায়ক
First Published Dec 2, 2020, 11:06 AM IST
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে নয়া রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ভাঙলেন আরও একটি সচিন তেন্ডুলকরের রেকর্ড। একদিনের ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ক্রিকেটার হিসেবে ১২ হাজার পূরণ করলেন ভিকে।

দল হারলেও, অস্ট্রেলিয়া সফরে গিয়ে একের পর রেকর্ড গড়ে চলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। রবিবার সিডনিতে দ্বিতীয় একদিনের ম্যাচেআন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে পৌঁছেছিলেন ২২ হাজার রানে। ভেঙেছিলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড।

বুধবার মানুকা ওভালে নিয়মরক্ষার ম্যাচে বিরাট কোহলির সামনে ছিল আরও এক নজিরের হাতছানি। মাত্র ২৩ রান দরকার ছিল আন্তর্জাতিক একদিনের ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ১২ হাজার রান সংগ্রহকারী ব্যাচসম্যান হওয়ার জন্য।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন