কোহলির বিরাট কীর্তি, ফের সচিনের রেকর্ড ভাঙলেন ভারত অধিনায়ক
- FB
- TW
- Linkdin
দল হারলেও, অস্ট্রেলিয়া সফরে গিয়ে একের পর রেকর্ড গড়ে চলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। রবিবার সিডনিতে দ্বিতীয় একদিনের ম্যাচেআন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে পৌঁছেছিলেন ২২ হাজার রানে। ভেঙেছিলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড।
বুধবার মানুকা ওভালে নিয়মরক্ষার ম্যাচে বিরাট কোহলির সামনে ছিল আরও এক নজিরের হাতছানি। মাত্র ২৩ রান দরকার ছিল আন্তর্জাতিক একদিনের ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ১২ হাজার রান সংগ্রহকারী ব্যাচসম্যান হওয়ার জন্য।
বুধবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শিখর ধওয়ান আউট হওয়ার পর ক্রিজে আসেন বিরাট কোহলি। ব্যক্তিগত ২৩ রান করতেই একদিনের ক্রিকেটে সবথেকে দ্রুত ১২ হাজার রান সংগ্রহের রেকর্ড গড়েন তিনি।
ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার রানে পৌঁছে ছিলেন সচিন। ৩০৯ ম্যাচে ৩০০তম ইনিংসে তিনি ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করছিলেন সচিন তেন্ডুলকর।
বুধবার মানুকা ওভালে ২৫১ তম ম্য়াচের মাত্র ২৪২ তম ইনিংসে সচিনের রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়লেন বিরাট কোহলি। বিরাট এই রেকর্ড গড়ার পর তাকে কুর্নিশ জানান সকলে।
সার্বিক ভাবে বিরাট কোহালি হলেন একদিনের ক্রিকেটে ১২ হাজার রানে পৌঁছনো ষষ্ঠ ক্রিকেটার। সচিন ছাড়া বাকিরা হলেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৩২৩ ম্যাচ) শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারা (৩৫৯ ম্যাচ), শ্রীলঙ্কার সনৎ জয়সূর্য (৩৯০ ম্যাচ) ও শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে (৪২৬ ম্যাচ)।