হানিমুনে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিলেন চাহল-ধনশ্রী, দেখুন নেট দুনিয়ায় ঝড় তোলা সেই ছবি
- FB
- TW
- Linkdin
২২ ডিসেম্বর নিজের বিয়ের ছবি শেয়ার করে সকলকে সুখবর দিয়েছিলেন যুজবেন্দ্র ও ধনশ্রী ভার্মা।
চাহাল-ধনশ্রীর বিয়ের নানা মুহূর্তের ছবিও তারা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা মনে ধরেছে সকলের।
বিয়ের পর সময় নষ্ট না করেই হানিমুনের উদ্দেশ্যে পারি জমিয়েছেন ভারতীয় তারকা স্পিনার ও ইউটিউবার ধনশ্রী।
হানিমুনে দুবাইতে গিয়ছেন চাহাল ও ধনশ্রী। যাওয়ার পথে প্লেনেও নিজেদের ছবি ইনস্টা স্টোরিতে শেয়ার করেন।
দুবাইতে গিয়ে রোমান্টিক মুহূর্তে ধরা দিয়েছেন চাহাল ও ধনশ্রী। যেখানে শর্ট ড্রেসে ধনশ্রীকে খুবই হট ও সুন্দরী লাগছে।
চাহলের দিকে তাকিয়ে ধনশ্রী ও চাহলের এই মিষ্টি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যে।
চাহাল ও ধনশ্রীর ঘনিষ্ঠ মুহূর্তের এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় সবথকে বেশি শোরগোল ফেলে দিয়েছে। যেখানে চাহলকে কিস করতে দেখা যাচ্ছে ধনশ্রীকে।
হানিমুনে গিয়ে বিন্দাস মুডেও ধরা দিয়েছেন ধনশ্রী ভার্মা। নানা ধরনের ফটোশুট করছেন চাহল পত্নী।
হানিমুন ট্রাভেলসে চাহাল-ধনোশ্রীকে সঙ্গ দিয়েছেন ধোনি-সাক্ষীও। নব দম্পতিকে ডিনারে নিমন্ত্রণ করেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেখানে খোশ মেজাজে পাওয়া যা সকলকে।
বিয়ের পর দুবাইতে মধুচন্দ্রিমা চুটিয়ে উপভোগ করছেন যুজবেন্দ্র চাহল ও ধনশ্রী ভার্মা। নবদম্পতিকে শুভেচ্ছার পাশাপাশি আরও মিষ্টি ছবি দেখার অপেক্ষায় অনুগামীরা।