হানিমুনে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিলেন চাহল-ধনশ্রী, দেখুন নেট দুনিয়ায় ঝড় তোলা সেই ছবি
First Published Dec 30, 2020, 2:35 PM IST
অস্ট্রেলিয়া সফর থেকেই দেশে ফিরে বিয়ে সেরেছেন ভারতীয় তারকা স্পিনার যুজবেন্দ্র চাহল। বিয়ের ছবিও শেয়ার করেছেন চাহল ও ধনশ্রী। তারপর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন নবদম্পতি। বিয়ের পর সময় নষ্ট না করে মধুচন্দ্রিমাতে গিয়েছেন চাহল ও ধনশ্রী। তাদের হানিমুনের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন