পুজোয় ব্যস্ত বলি অভিনেত্রী রানি, এক নজরে দেখে নিন এক্সক্লুসিভ সেই সব ছবি
পুজোতে অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে মেতে ওঠেন সকলেই। প্রতি বছরই দেখা যায় রানি বাড়ির পুজোর ছবি। শুধু তাই নয় সেখানে রানিকে দেখতে পাওয়া যায় তিনি ব্যস্ত আছেন পুজোর নানা কাজের মধ্যে। এমনকি পুজোতে তাকে দেখতে পাওয়া যায় নজরকাড়া সাজে। মুম্বইয়ে রানির বাড়িতে এবছরও ছবিটা একই। সেখানে এবছরও দেখা যাচ্ছে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে নানা কাজে ব্যাস্ত তিনি।
17

হাজার ব্যস্ততার মধ্যেই সাদা শাড়িতে একের পর এক পোজ দিলেন রানি। নজর কাড়ল সকলের উঠে এল তাঁর সেই ছবি। উঠে এল তার সেই ছবি।
27
সাদা শাড়ি খোলা চুল বাঙালিয়ানায় সুপারহিট বলি অভিনেত্রী।
37
পুজো মানেই আড্ডা। তাই পুজোর মাঝে চললো চুটিয়ে আড্ডা।
47
পুজোর কাজে ব্যস্ততার ছবিও উঠে এল তাঁর।
57
পরিবারের সকলের সঙ্গে কাজ, আড্ডা ও হাসি-ঠাট্টায় মেতে উঠলেন রানি।
67
সকলের সঙ্গে মায়ের সামনে দাঁড়িয়ে তুলে নিলেন ছবি।
77
আগত দর্শনার্থীদের সঙ্গেও কথা বলেনিলেন কাজের ফাঁকেই।
Latest Videos