- Home
- Entertainment
- Bengali Cinema
- মালাইকাকে পুত্রবধূ করতে নারাজ, সলমনই কী কারণ, অর্জুনকে সাফ জানালেন বনি কাপুর
মালাইকাকে পুত্রবধূ করতে নারাজ, সলমনই কী কারণ, অর্জুনকে সাফ জানালেন বনি কাপুর
- FB
- TW
- Linkdin
প্রথম দেখাতেই ভালোলাগা। তারপর হাজার বিপত্তি পেরিয়ে অবশেষে সব ছেড়ে অর্জুন কাপুরের সঙ্গে বেরিয়ে আসেন মালাইকা।
এখন এই জুটির প্রতিটা খবরই যেন বলিউডে হটকেক। একই সঙ্গে থাকছেন তাঁরা লকডাউনে। একাধিক ছবিও হল ভাইরাল।
বড় ছেলের প্রেমের খবর পেতে খুব একটা সময় লাগেনি বাবার। বনি কাপুর মুহূর্তে খবর পেতেই বেজায় অস্বস্তিতে পড়লেন।
বনি কাপুরের সঙ্গে সলমন খানের ভালো সম্পর্ক। আর সেই জন্যই বলিউডে জায়গা করে দেবেন বলে বাড়িতে অর্জুকে ঢুকিয়ে ছিলেন সলমন খান।
সেখান থেকেই ঘটে বিপত্তি। আরবাজের সঙ্গে সম্পর্ক ভাঙেন মালাইকা। কারণ হয়ে ওঠেন অর্জুন কাপুর। এতেই বেজায় চটে যান সলমন খান।
এরপরই বনি কাপুরের কপালে পড়ে চিন্তার ভাঁজ। এ কী করলেন অর্জুন। তাঁকে ডেকে পাঠিয়ে তিনি জানিয়ে দেন মালাইকাকে মেনে নিতে পারবেন না তিনি।
বলিউডে সলমন খানে প্রভাব বিস্তর। তাই জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ নয়। সবে মাত্র কেরিয়ার শুরু করেছে জাহ্নবী। এমন সময় সলমনের সঙ্গে শক্রতার অর্থ নিজের বিপদ ডেকে আনা।
অর্জুনকে বনি কাপুর জানিয়ে দেন তিনি সলমেন সঙ্গে কোনও রকমের শক্রতা করতে নারাজ। তাই মালাইকাকে তিনি গ্রহণ করবেন না।
শুধুমাত্র জাহ্নবীর কেরিয়ারই নয়, পাশাপাশি অর্জুনের কেরিয়ারেও পড়তে পারে এর বড় প্রভাব, সাবধান করেন তাঁর বাবা।
যদিও বাবার সেই কথায় কোনও লাভই হল না। পরিবারকে উপেক্ষা করেই মালাইকাতে মজে এখন বনি কাপুরের পুত্র।