ভাষা দিবসে ঠাকুরপুকুরে শিবপ্রসাদ, আলপনায় সাজল ১১০ ফুট উচ্চতার রাস্তা
First Published Feb 21, 2021, 2:14 PM IST
কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে সাড়ম্বরে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা দিবস উপলক্ষে ঠাকুরপুকুর স্টেট ব্যাঙ্ক পার্কে তৈরি করা হয়েছে শহীদ বেদি ও ১১০ ফুট উচ্চতার রাস্তাজুড়ে আলপনা। এই ভাবেই সুসজ্জিত ভাবেই সেজে উঠেছে ঠাকুরপুকুর স্টেট ব্যাঙ্ক পার্ক ।

ভাষা দিবস উপলক্ষে ঠাকুরপুকুর স্টেট ব্যাঙ্ক পার্কে তৈরি করা হয়েছে শহীদ বেদি ও ১১০ ফুট উচ্চতার রাস্তাজুড়ে আলপনা।

এই ভাবেই সুসজ্জিত ভাবেই সেজে উঠেছে ঠাকুরপুকুর স্টেট ব্যাঙ্ক পার্ক । রবিবার ছুটির দিনে রাস্তা চলতি মানুষ জমিয়েছে ভীড়।



Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?