উষ্ণতা ও ভূতের কারবারি তিনি, জন্মদিনে বিক্রম ভাটের সেরা দশ ছবি
ছবির চিত্রনাট্য জুড়ে অধিকাংশ সময়ই নজর কেড়েছে থ্রিলার-সাসপেন্স, নয়তো ভূত। বিক্রম ভাট-এর ছবি মানেই তা কোথাও না কোথাও দর্শকের মনে উষ্ণতারও সঞ্চার ঘটিয়েছে। পরিচালকের জন্মদিনে এবার রইল তেমনই সেরা দশ ছবি হদিশ, যা দর্শকমহলে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছে।
110

লাভ গেমঃ এই ছবিটি সম্পর্ক নিয়ে তৈরি। যার চিত্রনাট্যের মূলে ছিল প্রতিশোধের আগুন। একাধিক হট দৃশ্যে এই ছবি উষ্ণতা ছড়িয়েছিল দর্শক মহলে।
210
রাজঃ ২০০২ সালে মুক্তি পাওয়া এই ছবিটি সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছিল। এই ছবিটির মূলে ছিল এক সম্পর্কের গল্প। যা ভূতের গল্পের আকারে উপস্থাপনা করা হয়।
310
রাজ ৩ঃ পর পর দুটি রাজ ছবি বক্স অফিসে সাড়া ফেলার পরই তা তিন নম্বর সিক্যোয়েল তৈরি করেন পরিচালক। এই ছবিও উষ্ণ আবেদনে ভরপুর।
410
খামোশিয়াঃ ২০১৫ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। এক নিপাট সম্পর্কের গল্প, যা পরবর্তীতে থ্রিলারে পরিণত হয়।
510
কসুরঃ এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০০১ সালে। এই ছবিতে প্রথম আবতাফ এক ভিন্ন লুকে ধরা দেন। সাহসী চরিত্রে নজর কেড়েছিলেন তিনি।
610
ঘোস্টঃ ভূতের গল্প অবলম্বণে তৈরি এই ছবি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। সেভাবে বক্স অফিসে সাড়া না ফেললেও ছবিটি বেশ সমালোচিত হয়।
710
হরর স্টোরিঃ এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। ভূতের সিনেমার মধ্যে এই ছবিটি বেশ সাড়া ফেলেছিল বক্স অফিসে।
810
হনটেডঃ এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০১১ সালে। থ্রিডি-তে ভূতের ছবি বলিউডে এই প্রথম তৈরি হয়েছিল।
910
হেট স্টোরিঃ এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। হেট স্টোরির প্রতিটি সিক্যোয়েলই দর্শকদের নজর কাড়ে অনবদ্য থ্রিলারের জন্য।
1010
১৯২০ঃ ২০০৮ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। ভূতের এই ছবিটিও বেশ জনপ্রিয় হয়েছিল, বক্স অফিসেও ভালো ফল করেছিল এই ছবি।
Latest Videos