মার্সেলিনহো ও দিয়াগোকে আটকাতে ছক প্রস্তুত হাবাসের, আত্মবিশ্বাসী এটিকে মোহনবাগান
First Published Dec 3, 2020, 10:55 AM IST
টানা তৃতীয় জয় ও লিগ শীর্ষে যাওয়ার লক্ষ্যে আজ এটিকে মোহনবাগানের মিশন ওড়িশা এফসি। পরপর দু ম্যাচ জিতে আত্মবিশ্বাসী বাগান শিবির। প্রতিপক্ষকে সমীহ করলেও, দলের ভালো ফলের বিষয়ে আশাবাদী সবুজ-মেরুণ কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস।

প্রথম ম্যাচে কেরলা ও দ্বিতীয় ম্যাচে ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলকে হারানোর পর আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে এটিকে মোহনবাগান। আজ বাগানের সামনে ওড়িশা। আজকের ম্যাচ জিতকে পারলেই লুগ টেবিলের শীর্ষে পৌছে যাবে হাবাসের দল।

শেষ ২ ম্যাচে ওড়িশার জয় অধরা থাকলেও, প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন বাগান কোচ। বিশেষ করে ওড়িশার তিনটি বিষয় ভাবাচ্ছে হাবাসকে। ওড়িশার দুই ব্রাজিলীয় স্ট্রাইকার মার্সেলিনহো লেইতি পেরেরা, দিয়েগো মাউরিসিয়ো এবং কোচ স্টুয়ার্ট উইলিয়াম ব্যাক্সটার। তাই ম্যাচের আগে সাবধানী হাবাস।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন