মেসিকে পিছনে ফেলে অনন্য সম্মান রোনাল্ডোর, বিগত ২০ বছরে সেরার সেরা সিআরসেভেন
First Published Dec 28, 2020, 2:18 PM IST
বছর শেষে চির প্রতীদ্বন্দ্বী লিওনেল মেসিকে টেক্কা দিয়ে অনন্য় সম্মান পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০০১ থেকে ২০২০ সালের মধ্যে সেরা ফুটবলার নির্বাচিত হলেন পর্তুগীজ তারকা। স্বভাবতই এই অনন্য সম্মান পেয়ে উচ্ছ্বসিত সিআরসেভেন।

বিগত দেড় দশকের বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে শ্রেষ্ঠত্ব নিয়ে যেই দুজনের মধ্যে লড়াই চলছে তারা হলেন লিওনেন মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোনও ন কোনও সময় একে অপরকে টেক্কা দিয়েছেন দুই ফুটবল মহাতারকা।

ব্যালন ডি অর পাওয়ার নিরিখে মেসি এগিয়ে রয়েছে রোনাল্ডোর থেকে। ৬ বার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বার্সা তারকা। আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নির্বাচিত হয়েছেন ৫ বার।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন