রোনাল্ডোর জোড়া গোল, ঘরের মাঠে মেসির বার্সাকে ৩-০ গোলে উড়িয়ে দিল জুভেন্টাস
First Published Dec 9, 2020, 1:05 PM IST
চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে বার্সেলোনা ৩-০ গোলে হারিয়ে প্রথম পর্বের হারের মধূর প্রতিশোধ নিল জুভেন্টাস। ম্যাচে জোড়া গোল করে নায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অপর একটি গোল করেন ওয়েস্টন ম্যাকেইন। এই ম্যাচ জয়ের ফলে গ্রুপ শীর্ষে থেকে পরবর্তী রাউন্ডে পৌছল আন্দ্রে পিরলোর জুভেন্টাস।

প্রথম পর্বের খেলায় জুভেন্টাসের ঘরের মাঠে ২-০ গোলে জিতেছিল বার্সেলোনা। যদিও সেই ম্যাচে করোনা আক্রান্ত হওয়ার কারণে খেলেননি সিআরসেভেন। ফলে দ্বিতীয় পর্বে বার্সার ঘরের মাঠে জুভেন্টাস কতটা লড়াই দিতে পারবে তা নিয়ে সন্দিহান ছিল অনেকেই।

মঙ্গলবার ম্যাচের আগে থেকেই মেসি-রোনাল্ডো দ্বৈরথ ঘিরে চড়ছিল উন্মাদনা ও উত্তেজনার পারদ। তারউপর ম্যাচের আগে মেসির মানসিক সমস্যা রয়েছে বলে উত্তেজনা আরও বাড়িয়ে দেন জুভেন্টাস কোচ আন্দ্রে পিরলো।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন