কোপায় কোয়ার্টার ফাইনালের আগেই দেশে ফিরতে পারে মেসিরা, কিন্তু কারণটা কী
- FB
- TW
- Linkdin
বলিভিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ আর্জেন্টিনার কাছে নিয়মরক্ষার। কারণ ইতিমধ্যেই শেষ আটে পৌছে গিয়েছে মেসিরা। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই ম্যাচেও জয় চাইছে আর্জেন্টিনা দল।
কিন্তু বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচ নয়, সংবাদ শিরোনামে বড় আকারে উঠে এসেছে আর্জেন্টিনা দলের দেশে ফিরে যাওয়ার খবর। শোনা যাচ্ছে বলিভিয়ার ম্যাচের পরেই দেশে ফিরবে মেসিরা।
খবরটি জানিয়েছে আর্জেন্তাইন সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টস। তাদের খবর অনুযায়ী, বলিভিয়ার বিপক্ষে ম্যাচটা খেলে আর্জেন্তিনার এজেইজায় ফিরবেন মেসিরা। কিন্তু এই সিদ্ধান্ত কেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।
আর্জেন্টিনার ওই সংবাদ মাধ্যম মেসিদের দেশে ফেরার কারণ হিসেবে জানিয়েছে, ব্রাজিলে করোনার প্রভাব দিন দিন খারাপ হচ্ছে। সেই কারণেই দেশে ফিরতে চায় আর্জেন্টিনা দল।
প্রথমমে ঠিক হয়েছিল ব্রাজিলে থেকেই অনুশীলন করবে লিওনেল স্কালোনির দল। কিন্তু ব্রাজিলের করোনা পরিস্থিতি যেভাবে খারাপ হচ্ছে তাতে ঝুঁকি নিতে চাইছে না নীল-সাদা ব্রিগেড।
এছাড়াও ২৯ তারিখ আর্জেন্টিনার গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলার পর কোয়ার্টার ফাইনালের খেলা ৪ জুলাই। তাই এই সময়টা ব্রাজিলে অনুশীলন করতে চাইছে না দলের প্লেয়াররা।
তাই কোয়ার্টার ফাইনালের আগে দেশের মাটিতেই অনুশীলন সারতে চান মেসি, দি মারিয়া, আগুয়ারোরা। যদিও এই বিষয়ে আর্জেন্টিনা দলের তরফ থেকে এই বিষয়ে সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি।
২৯শে জুন গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলে আবার ৪ জুলাই কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামবে আর্জেন্তিনা। ততদিন নিজেদের দেশের মাটিতেই অনুশীলন করতে চান লিওনেল মেসিরা।
এর আগেও নাকি গ্রুপ লিগের মাঝে দেশে ফেরার কথা ছিল লিওনেল স্কালোনির ছেলেদের। কিন্তু দু’দিন পরেই প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার জন্য তারা আর দেশে ফেরেনি।
তবে শুধু বসুরক্ষার জন্যই দেশে ফিরতে চায় আর্জেন্টিনা দল। কোয়ার্টার ফাইনালের আগে ফের ব্রাজিলে ফিরে আসবে মেসিরা।