মেসিকে টপকে দ্বিতীয় স্থানে সুনীল ছেত্রী, শুভেচ্ছা জানালো ফিফা
- FB
- TW
- Linkdin
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৯ ও ৯২ মিনিটে পরপর দুটি গোল করেন সুনীল ছেত্রী। যা তার আন্তর্জাতিক কেরিয়ারের ৭৩ ও ৭৪ তম গোল।
প্রথম গোল করার পরই ফিফার আন্তর্জাতিক গোলের নিরিখে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে টপকে যান সুনীল ছেত্রী। দ্বিতীয় গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেন সুনীল।
এই মুহর্তে সক্রিয় আন্তর্জাতিক ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ বেশি গোলদাতাদের তালিকায় ২ নম্বরে উঠে এলেন সুনীল। সুনীলের ছেত্রীর গোল সংখ্যা ৭৪।
বাংলাদেশের বিরুদ্ধে সুনীলের জোড়া গোলের ফলে ৩ নন্বরে নেমে এলেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টাইন তারকার গোল সংখ্যা ৭২।
ফিফার তালিকায় শীর্ষে রয়েছে পর্তুগীজ তারকা ও বিশ্ব ফুটবলের আরও এক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১০৩ টি গোল করেছেন সিআরসেভেন।
তবে ব্যক্তিগত মাইলস্টোনের থেকে দলের সাফল্যই যে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ তা জানিয়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক।
এখন সুনীল ছেত্রীর লক্ষ্য দলকে এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করানো। পরবর্তী ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ড্র নয়, জয়ের লক্ষ্যেই ঝাঁপাবে টিম ইন্ডিয়া।