- Home
- Lifestyle
- Health
- ত্বক উজ্জ্বল করতে কিংবা অ্যাসিডের সমস্যা দূর করতে আমলকি খান, রইল আমলকির ১০টি গুণের খোঁজ
ত্বক উজ্জ্বল করতে কিংবা অ্যাসিডের সমস্যা দূর করতে আমলকি খান, রইল আমলকির ১০টি গুণের খোঁজ
- FB
- TW
- Linkdin
অ্যাসিডের সমস্যা কমাতে খেতে পারেন আমলকি (Amlaki)। এক গ্লাস জলে আমলিক গুঁড়ো মিশিয়ে নিন। সামান্য চিনি দিতে পারেন। দিনে দুবার খেতে পারেন। এতে অ্যাসিড করে যাবে।
ত্বকের কালো দাগ দূর করতে খেতে পারে আমলকির শরবত। আমলকির রসের সঙ্গে মধু মিশিয়ে জুস বানান। এটি নিয়মিত খান। এতে ত্বক (Skin) উজ্জ্বল হবে। সঙ্গে ত্বকের যে কোনও রকম সংক্রমণ দূর হবে।
শীতে কফের সমস্যায় অনেকেই ভুগছেন। কফের সমস্যা দূর করতে আমলকি চিবিয়ে খান। নিয়মিত আমলকি খেলে কফের সমস্যার সঙ্গে দূর হবে অনিদ্রা (Sleeping Disorder), বমি বমি ভাব।
ক্রমে বাড়ছে করোনার প্রকোপ। এই রোগ থেকে বাঁচতে সবার আগে দরকার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি (Immunity Power) করতে আমলিক খেতে পারেন। এতে সুস্থ থাকবেন।
শীতে অনেকেই ব্রঙ্কাইটস (Bronchitis) ও অ্যাজমার (Asthma) সমস্যায় ভোগেন। এই সমস্যা থেকে মুক্তি দেয় আমলকির জুস। প্রতিদিন সকালে ১ গ্লাস আমলকির (Amlaki)জুস খান। এতে সুস্থ থাকবেন।
সারাদিন কাজের চাপে শরীরচর্চার সময় নেই অনেকের। সঙ্গে প্রতিদিনই খাওয়া হচ্ছে জাঙ্ক ফুড। এর থেকে বাড়ছে একাধিক রোগ। এর মধ্যে অন্যতম হল সুগার (Diabetes) ও কোলেস্টেরল। এই রোগ নিয়ন্ত্রমে রাখতে আমলকি খান। নিয়মিত আমলকি খেলে কঠিন রোগ থেকে মুক্তি পাবেন।
চোখ ভালো রাখে আমলকি। এতে ফাইটো কেমিক্যাল আছে। যা চোখের (Eye) জ্যোতি বাড়াতে সাহায্য করে। বাচ্চাদের নিয়মিত আমলকি খাওয়ান। এতে দৃষ্টিশক্তি ভালো হবে। সঙ্গে চোখের একাধিক সমস্যা থেকে মুক্তি পাবেন।
কোষ্ঠ কাঠিন্য ও পাইলসের সমস্যা থেকে মুক্তি পেতে আমলিক খান। রোজ আমলিক জুস খান। অথবা খেতে পারেন কাঁচা আমলকি। এই গুণে পেট পরিষ্কার হবে। ফলে দূর হবে কোষ্ঠ কাঠিন্যের মতো সমস্যা।
চুলের টনিক হিসেবে কাজ করে আমলকি। আমলকি সেদ্ধ করে নিন। এবার রস ছেঁকে নিয়ে রস স্ক্যাল্পে লাগান। ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। দেখবেন চুলের পুষ্টি (Hair) জোগাবে। তাই সপ্তাহে দুদিন আমলকি লাগান।
খুশকি দূর করতে আমলকির প্যাক লাগান। আমলকি সেদ্ধ করে বস বের করে নিন। এর সঙ্গে মেশান লেবুর রস। মিশ্রণটি স্ক্যাল্পে লাগান। ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। খুশকি (Dandruff) দূর হবে। সপ্তাহে ১ দিন ব্যবহার করতে পারেন।