দেশজুড়ে বাড়ছে মৃত্যুসংখ্যা, 'করোনা ভ্যাকসিন' নিয়ে ভয়ঙ্কর আতঙ্কে সাধারণ মানুষ
- FB
- TW
- Linkdin
করোনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল চলাকালীন আপৎকালীন ভিত্তিতে অনুমোদন পেয়েছে সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভিশিল্ড।
ইতিমধ্যেই ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে টিকাকরণ। কিন্তু ভ্যাকসিন শুরু হওয়ার মধ্যেই ঘটল বিপত্তি।
করোনা ভ্যাকসিন নেওয়ার পর মৃত্যু হয়েছে দুজনের। যার ফলেই ভ্যাকসিন নিয়ে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।
এহেন পরিস্থিতিতে সতর্কতা জারি করেছে ভারত বায়োটেক। যেখানে বলা হয়েছে, বিশেষ কিছু উপসর্গ থাকলে এই করোনা ভ্যাকসিন না নেওয়াই ভাল। কারণ এর ফলে টিকাকরণের ফলে সমস্যা দেখা দিতে পারে।
মূলত যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, এবং গর্ভবতী মহিলাদের এই ভ্যাকসিন না নেওয়ারই পরামর্শ দিয়েছেন ভারত বায়োটেক।
সমীক্ষায় আরও দেখা গেছে, যাদের ভ্যাকসিন নেওয়ার পর মৃত্যু ঘটেছে তাদের ভ্যাকসিন নেওয়ার পর শ্বাসকষ্ট দেখা দিয়েছে।
ভ্যাকসিন নিলে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। পাশাপাশি মুখ ও গলা ফুলে সারা শরীরে ফুসকুড়িও দেখা দিতে পারে।
কোভ্যাকসিনের প্রতিষেধকের পাশ্বপ্রতিক্রিয়ার মধ্যে সারা শরীরে ব্যথা, চুলকানি, মাথাব্যথা, জ্বর, বমি বমি ভাবও থাকতে পারে।
এখনও পর্যন্ত ৩ লক্ষ ৮১ হাজার ৩০৫ জন স্বাস্থ্যকর্মীকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। এবং যার মধ্যে ৫৮০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে।