শুষ্ক মরসুমে প্রতিদিন শরীরের ঠিক কতটা জলের প্রয়োজন, জেনে নিন বিশেষজ্ঞের পরমর্শ
First Published Dec 14, 2020, 3:06 PM IST
জল শরীরে জলের মাত্রা বা ভারসাম্যও বজায় রাখতে সাহায্য করে। কিন্তু প্রতিদিন ঠিক কতটা জল পান করবেন। প্রতিদিন ঠিক কতটা জলের প্রয়োজন আমাদের শরীরের। এই বিষয়ে যদিও অনেকের নানান মতামত রয়েছে। অনেকেই সারাদিনে প্রচুর জল পান করেন আবার কেউ সারাদিনে এক বোতল জলও শেষ করতে পারেন না। এর মধ্যে কোনও বিষয়ই ঠিক নয়। একজন সুস্থ ও স্বাভাবিক মানুষের শরীরে প্রতিদিন আড়াই থেকে তিন লিটার তরলের প্রয়োজন। তবে শরীরের ওজন ও উচ্চতা অনুযায়ী একটি সঠিক জল পানের একটি সঠিক পরিমাপ রয়েছে, জেনে নিন সেই ফর্মুলা-
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন