- Home
- India News
- প্রাণায়াম থেকে গীতা সবই উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনায়, দেখেনিন ফিট থাকার উপায়
প্রাণায়াম থেকে গীতা সবই উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনায়, দেখেনিন ফিট থাকার উপায়
- FB
- TW
- Linkdin
ফিট থাকতে প্রধানমন্ত্রীর পরামর্শ দিয়েছেন। আসে সেখানে তিনি পরিবারের সঙ্গে সময় কাটানোর ওপর জোর দিয়েছেন। পাশাপাশি বলেছেন শরীর চর্চার জন্য মাত্র আধাঘণ্টা ব্যয় করতে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানসিক প্রশান্তিই সুস্থ থাকার মূল উপাদান।
প্রধানমন্ত্রী এদিন অলোচনার সময় বলেছেন সূর্য প্রনামের ওপর জোর দিয়েছেন। পাশাপাশি গীতা পড়ার ওপরেও জোর দিয়েছেন। তার কারণ বলতে গিয়ে তিনি বলেছেন, ভারতের ইতিহাসে দুজন ফিট মানুষের আলোচনাই স্থান পেয়েছে গীতাতে।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় স্বামী শিবধান্যম সরস্বতী যোগ আর শৃঙ্খলার রক্ষার ওপর জোর দিয়েছেন। মন্ত্র, আসন, প্রাণায়াম ধ্যান সুস্থ থাকার গুরুত্বপূর্ণ উপাদান।
ক্রিকেটার বিরাট কোহলি বলেন, ফিটনেসকে প্রথম থেকে তিনি অগ্রাধিকার দিয়েছেন। যদি কোনও দিন অনুশীলন করতে না পারতেন তবে সেদিন তাঁর ভালো কাটত না।
মুকুল কানিতকার বলেছেন, দেহ ও মন আর সংবেদনকে ফিট রাখা জরুরি। পুরো সমাজকে সুস্থ রাখতে সংস্কৃতির বিকাশ আর পরিবর্তান আনা খুবই জরুরি।
দেবেন্দ্র ঝাঝরিয়া বলেন, শরীর চর্চায় রীতিমত গুরুত্ব দিয়েছেন তিনি। সকালে ঘুম থেকে ওঠা তাঁর কাছে অত্যন্ত জরুরি।
মিলিন্দ সোমন বলেছেন, কেউ যদি মানসিক প্রস্তুতি নিয়ে কয়েকশো পথ হাঁটেত তবে সেটা তাঁর কাছে কখনয়ও কঠিন হবে না। সবকিছুর জন্য একটা মানসিক প্রস্তুতি প্রয়োজন।
মিলিন্দ সোমন আরও বলেন ফিট হওয়ার জন্য জিম বা ময়দানের প্রয়োজন নেই। মনের জোরটাই বড় কথা।
পুষ্টিবিদ রুজুতা দেবেকার বলেছেন ফিট থাকার অর্থ স্বাস্থ্যকর খাবার খাওয়া আর সরল জীবন যাপন করা। প্যাকেটজাত খাবার এড়িয়ে চলার ওপরে জোরদেন তিনি।
এক বছর আগে ফিট ইন্ডিয়া মুবমেন্ট শুরু হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে। এদিন সেই আন্দোলনের বার্ষিকী পালন করা হয়। করোনাভাইরাসের সংক্রমণের কারনে ভার্চুয়াল আলোচনার ব্যবস্থা করা হয়েছিল।