এক ঝলকে ফিরে দেখা আত্মার আত্মীয় সুষমাকে, ১০টি সেরা ছবি
| Published : Aug 07 2019, 01:20 AM IST / Updated: Aug 07 2019, 09:47 AM IST
এক ঝলকে ফিরে দেখা আত্মার আত্মীয় সুষমাকে, ১০টি সেরা ছবি
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
পুরো নাম- সুষমা স্বরাজ, জন্ম- ১৪ ফেব্রুয়ারি, ১৯৫২, আম্বালা ক্যান্টনমেন্ট, বাবা- হরদেব শর্মা, মা শ্রীমতি লক্ষ্মীদেবী, স্বামী- স্বরাজ কৌশল, আদি বাসস্থান- লাহোর, পাকিস্তান।
210
পেশাগত জীবন- সুপ্রিম কোর্টের আইনজীবী, রাজনীতির হাতেখড়ি- ১৯৭০ সালে, এবিভিপি-র সদস্য হিসাবে, ১৯৭৫- জর্জ ফার্নান্ডেজের রাজনৈতিক লিগাল টিমের সদস্য হন, জয়প্রকাশ নারায়ণের আন্দোলনের শরিক হয়েছিলেন।
310
জরুরি অবস্থার পরে বিজেপি-তে যোগদান, বিধায়ক- ১৯৭৭-৮২-হরিয়ানা বিধানসভা, ২৫ বছর বয়সে আম্বালা ক্যান্টনমেন্ট বিধানসভা আসনে জয়, ১৯৮৭-৯০ সালেও আম্বালা ক্যান্টনমেন্ট আসনের বিধায়ক ছিলেন।
410
১৯৯৮ সালে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েও কিছুদিন পরে পদত্যাগ করেন দল হেরে যাওয়ায়, ১৯৯০ সালে প্রথমবার রাজ্যসভায় সাংসদ হন, ১৯৯৬ সালে দক্ষিণ দিল্লি থেকে জিতে লোকসভায় সাংসদ হন, ১৯৯৮ সালে বাজপেয়ী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলেন।
510
তাঁর এই মন্ত্রিত্বেই ভারতীয় সিনেমা শিল্পে-র মর্যাদা পায় , ১৯৯৯ সালে বেলারিতে সনিয়া গান্ধীর বিরুদ্ধে লোকসভা নির্বাচনে প্রার্থী হন, মাত্র ১২ দিনে ৩৫৮,০০০ ভোট পান, কিন্তু, ৭% ভোটে হার মানেন সনিয়া-র কাছে।
610
২০০৩-২০০৪ সাল পর্যন্ত কেন্দ্রে একাধিক মন্ত্রিত্বের পদ সামলিয়েছেন, ২০১৪-১৯ পর্যন্ত সাফল্যের সঙ্গে বিদেশমন্ত্রীর পদ সামলান।
710
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় হওয়া জঙ্গি হামলাকে আন্তর্জাতিক দুনিয়ার সামনে তুলে ধরেন , সৌদি আরবের ইসলামিক দেশের সম্মেলনের মঞ্চে পাকিস্তানকে হুঁশিয়ারি দেন ।
810
সাধারণ মানুষের সঙ্গে তাঁর যোগ ছিল নিবিড়ি, বিদেশে পাচার হওয়া একাধিক মানুষকে উদ্ধার করে এনেছিলেন তিনি।
910
আফগানিস্তানে তালিবানদের হাতে বন্দি কলকাতার এক মেয়েকেও উদ্ধার করেন, কিডনির অসুখের জন্য ২০১৯-এর লোকসভা ভোটে দাঁড়াননি।
1010
মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ৩৭০ নিয়ে মোদীকে ধন্যবাদ জানিয়ে টুইট, এর কয়েক ঘণ্টা পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।