সেনা জওয়ানদের হাতে তুলে দিলেন বড়দিনের কেক, লাদাখের ফরোয়ার্ড এলাকায় সেনা প্রধান
First Published Dec 23, 2020, 4:37 PM IST
চিনের সঙ্গে চলমান অস্থিরতার কারণে এবার ভারতীয় সেনা জওয়ানরা শীতকালেই লাদাখের উচ্চতর এলাকায় মোতায়েন রয়েছে। উচ্চতর এলাকায় মোতায়েন সেনা জওয়ানদের সঙ্গে দেখা করলেন দেশের সেনা প্রধান জেনালের এমএম নারাভানে। বুবধার তিনি পূর্ব সেক্টরের উচ্চতর এলাকাগুলি পরিদর্শন করেন। সেনা জওয়ার হাতে তুলেদের ক্রিসমাসের উপহার।

সেনাবাহিনীর প্রধান জেনারেন এম এম নারাভাবে বুধবার পূর্ব লাদাখ সেক্টরের উচ্চতর বেশকয়েকটি এলাকা পরিদর্শন করেন। যার মধ্যে রেচিং লা এলাকা। এখানে দীর্ঘ সময় চিনা সেনা ও ভারতীয় সেনা মুখোমুখি অবস্থান করেছিল। এছাড়াও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবার বেশ কয়েকটি সেনা ঘাঁটিতে গিয়েছিলেন তিনি।

চিনের সঙ্গে চলমান বিবাদের কারণে পূর্ব লাদাখ সেক্টরের বিস্তীর্ণ এলাকা জুড়ে মোতায়েন রয়েছে প্রায় ৫০ হাজার ভারতীয় সেনা জওয়ান। চিনও একই সংখ্যক সেনা মোতায়েন রেখেছে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন