তিহারে প্রথম রাত কাটল চিদম্বরমের, এর আগে কোন কোন নেতা ছিলেন এই জেলে, দেখে নিন একনজরে
| Published : Sep 06 2019, 03:56 PM IST
তিহারে প্রথম রাত কাটল চিদম্বরমের, এর আগে কোন কোন নেতা ছিলেন এই জেলে, দেখে নিন একনজরে
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
14
লালুপ্রসাদ যাদব - আরজেডি সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব চার-চারটি পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষা সাব্যস্ত হন। তাঁকেও প্রথমে তিহার জেলেই রাখা হয়েছিল। বর্তমানে তিনি রাঁচির রাজেন্দ্র মেডিকাল কলেজে কিডনির সমস্যা মনিয়ে ভর্তি আছেন।
24
আন্না হাজারে - সমাজকর্মী আন্না হাজারেকেও ইউপিএ সরকারের বিরুদ্দে প্রতিবাদ বিক্ষোভ জানানোর সময় আটক করে তিহার জেলে রাখা হয়েছিল।
34
অরবিন্দ কেজরিওয়াল - নিতীন গড়কড়ির করা মান হানির মামলায় তিহারে যেতে হয়েছিবল দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
44
একে কানিমোঝি - ২জি কেলেঙ্কারি মামলায় ২১৪ কোটি টাকার ঘুষ নেওয়ার মামলায় অপরাধী সাব্যস্ত হয়ে তিহার জেলে জেতে হ.য়েছিল ডিএমকে দ0লের নেত্রী এমকে কানিমোঝিকে।