রাম সেতুর রহস্যভেদ হবে, জলের তলায় গবেষণার অনুমতি আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার
First Published Jan 14, 2021, 2:57 PM IST
রাম সেতু নিয়ে রহস্য ভেদ করতে উদ্যোগী হল ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। সেতুটির বয়স ও সেতু সম্পর্কি একাধিক তথ্য জানতে জলের তলায় পরীক্ষা চালানোর অনুমতি দিয়েছে। ন্যাশানাল ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি,গোয়ার সঙ্গে যৌথ উদ্যোগেই এই প্রকল্পের কাজ করা হবে বলেও জানিয়েছে আর্কিওলজির সেন্ট্রাল অ্যাডভাইরারি বোর্ড।

রাম সেতুর বয়স জানতে গবেষণা ও পর্যবেক্ষণের অনুমতি দিয়েছে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। গোয়ার ন্য়াশানাল ইনস্টিটিউট অব ওশানওগ্রাফির সঙ্গে যৌথ উদ্যোগেই এই আন্ডারওয়াটার প্রজেক্টটি সম্পন্ন করবে।

রাম সেতু তামিলনাড়ুর পাম্বান দ্বীপ যা রামেশ্বরম দ্বীপ আর শ্রীলঙ্কার মান্নার দ্বীপের মধ্যে একটি শৃঙ্খল। অতীত ভূতাত্বিক প্রমাণ অনুযায়ী এই শৃঙ্খলটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রাচিনকালের ভূমি সংযোগের একটি চিহ্ন।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন