- Home
- India News
- মুখ্যমন্ত্রী কি হতে পারবেন এই লন্ডন ফেরত যুবতী, বিহারকে ২০৩০-এর মধ্যে ইউরোপ বানাতে চান
মুখ্যমন্ত্রী কি হতে পারবেন এই লন্ডন ফেরত যুবতী, বিহারকে ২০৩০-এর মধ্যে ইউরোপ বানাতে চান
চলছে বিহারের ভোট গণনা। সকলের মনেই প্রশ্ন কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী, নীতিশ কুমার না তেজস্বী যাদব? তবে অনেকেরই জানা নেই, এবার বিহারের মুখ্য়মন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন এক লন্ডন ফেরত সুন্দরীও। চলতি বছরের মার্চ মাসেই নিজেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেছিলেন পুষ্পম প্রিয়া চৌধুরী।

নীতীশ কুমারের একসময়ের কাছের মানুষ প্রাক্তন জেডি (ইউ) বিধায়ক বিনোদ চৌধুরীর কন্যা হলেন পুষ্পম প্রিয়া চৌধুরী।
বার্মিংহাম-এর ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজে পড়াশোনা করেছেন তিনি।
চলতি বছরের মার্চ মাসে প্লুরাল পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল চালু করেন তিনি। অক্টোবরে তাঁর পার্টিকে স্বীকৃতি দিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচনী ইস্তাহারে ২০৩০ সালের মধ্যে বিহারকে ইউরোপে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন পুষ্পম।
গত ছয়-সাত মাস ধরে বিহারের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে জনসংযোগ করতে দেখা দিয়েছে তাঁকে।
এইবারের নির্বাচনে ২৪৩টি আসনেই প্রার্থী দিয়েছে তাঁর নবগঠিত দল। আর তার মধ্যে ৫০ শতাংশই মহিলা প্রার্থী।
নির্বাচনী হলফনামায় জানিয়েছেন তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৭.৮৯ লক্ষ টাকা।
পুষ্পম প্রিয়ার অন্যতম শখ হল বিভিন্ন রত্ন। তাঁর দলের ওয়েবসাইটে তাঁর 'পোখরাজ' এবং 'নীলা'র বিভিন্ন আঙটিকর লক্ষ লক্ষ ছবি রয়েছে।
তবে পুষ্পম-এর পক্ষে মুখ্যমন্ত্রী হওয়া তো অনেকদূর, বিধায়ক হওয়াটাই প্রায় অসম্ভব। তিনি প্রার্থী হয়েছেন পাটনা জেলার বাঁকিপুর বিধানসভা আসন থেকে। এই আসনে পুষ্পম প্রিয়ার প্রতিদ্বন্দ্বী বিজেপি-র তিন বারের বিধায়ক নীতিন নবীন। কংগ্রেস এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে বলি অভিনেতা তথা রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহার পুত্র লব সিনহা-কে।
নির্বাচনী গণনা এখনও চলছে। কোনও আসনেই প্লুরাল পার্টির কোনও প্রার্থীর এগিয়ে থাকার খবর নেই। বাঁকিপুর আসনে এই মুহূর্তে সবার আগে রয়েছেন নীতিন নবীন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লব সিনহা। পুষ্পম মুখ্যমন্ত্রী না হতে পারলেও তীব্র উত্তেজনার বিহার ভোটে তিনি এক ঝাপটা তাজা বাতাসের মতো, তা স্বীকার করতেই হবে।