দক্ষিণেও কমল ফুটছে, দলবদলের পরেও জ্যোতিরাদিত্যের ম্যাজিক অব্যাহত বিজেপিতে
বিহার ছাড়াও উপনির্বাচনগুলিতে প্রায় একচেটিয়া আধিপত্য বজায় রাখত বিজেপি। মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশ, কর্ণাটকের মত বিজেপি শাসিত রাজ্যে জয়ের ধারা অব্যাহত রাখতে পেরেছে গেরুয়া শিবির। তবে ঝাড়খণ্ড ও হরিয়ানাতে কিছুটা হলেও শক্তিপ্রদর্শন করতে পেরেছে কংগ্রেস। কিন্তু দিনে দিনে শোচনীয় অবস্থা হচ্ছে এই শতাব্দী প্রাচিন দলটির।
- FB
- TW
- Linkdin
মধ্যপ্রদেশঃ পরীক্ষায় রীতিমত ভালো নম্বর পেয়ে পাশ করছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি কংগ্রেস ছেড়ে বিজেপি শিবিরে নাম লেখানোর কারণেই এই রাজ্যে ২৮টি কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন হয়। আর ২৮টির মধ্যে ১৯টিতে জয় লাভ করেছে বিজেপি। ৯টি আসন জয় হাসিল করতে পেরেছে কংগ্রেস।
ছত্তিশগড়- এই রাজ্যে একটি আসনে উপনির্বাচন হয়। তাতে জয় পেয়েছে কংগ্রেস।
.
গুজরাত- ৮টির মধ্যে ৮টিতে জয় পেয়েছে বিজেপি। রীতিমত শোচনীয় অবস্থা কংগ্রেসের। বিজেপি যেথানে ৫৫শতাংশেরও বেশি ভোট পেয়েছে সেখানে কংগ্রেসের প্রাপ্ত ভোট মাত্র ৩৪ শতাংশ।
হরিয়ানা- এই রাজ্যের একটি আসনে জয় ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। কংগ্রেসের প্রাপ্ত ভোট ৪৯ শতাংশেরও বেশি। সেখানে বিজেপির প্রাপ্ত ভোট ৪০ শতাংশ।
కాంగ్రెస్ పార్టీ తెలంగాణ రాష్ట్ర వ్యవహరాల ఇంచార్జీ మాణికం ఠాగూర్ పార్టీ రాష్ట్ర నాయకులకు చుక్కలు చూపిస్తున్నారు. దుబ్బాక అసెంబ్లీ స్థానానికి జరుగుతున్న ఉప ఎన్నికల్లో వచ్చే ఫలితం ఆధారంగానే నేతలకు పార్టీలో పదవులు కట్టబెడతారనే ప్రచారం సాగుతోంది.దీంతో కాంగ్రెస్ నేతలు రూట్ మార్చారు.
মণিপুর- কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে মণিপুরের ৫টির মধ্যে ৪টিতে জয় পেল বিজেপি। একটি আসনে জয়ী হয়েছে নির্দল প্রার্থী।
ন্যাগাল্যান্ড- এই রাজ্যের দুটি আসনের মধ্যে একটিতে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী। অন্যটিতে জয় পেয়েছে ন্যাশানাল ডেমোক্রেটিভ প্রোগ্রেসিভ পার্টি।
কর্ণাটক- আবারও কামাল করলেন ইয়েদুরাপ্পা। উপনির্বাচন হয় দুটি আসনে। তারমধ্যে দুটিতেই জয় পেয়েছে বিজেপি। বিজেপির প্রাপ্ত ভোট ৫১ শতাংশ।
উত্তর প্রদেশ-যোগী রাজ্যে ৭টির মধ্যে ৬টিতে জয়ী হয়েছে বিজেপি। আর একটি জয় পেয়েছে মুলায়ম সিং যাদবের সমাজাবাদী পার্টি।
ওড়িশা- এই রাজ্যে আবারও নিজের ক্ষমতা প্রদর্শন করলেন নবীন পট্টনায়ক। দুটি আসনের দুটিতেই জয় পেল বিজু জনতা দল।
তেলাঙ্গনা- টিআরএস এর তেলাঙ্গনাতেও এবার কমল ফুটল। একটি আসনে উপনির্বাচন হয়। সেটিতেও জয়ী হয়েছে বিজেপি। প্রাপ্ত ভোট ৩৮ শতাংশ।