- Home
- India News
- কোভ্যাক্সিনের প্রথম রাউন্ডের ফলপ্রকাশ সেপ্টেম্বর বা অক্টোবরে, জেনেনিন হিউম্যান ট্রায়ালের পদ্ধতি
কোভ্যাক্সিনের প্রথম রাউন্ডের ফলপ্রকাশ সেপ্টেম্বর বা অক্টোবরে, জেনেনিন হিউম্যান ট্রায়ালের পদ্ধতি
- FB
- TW
- Linkdin
সোমবার প্রথম কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়াল শুরু হল দেশে। আর দেশীয় পদ্ধতিতে তৈরি করোনাভাইরাসের প্রতিষেধক মানব শরীরে প্রয়োগের জন্য যে ১২টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে তারমধ্য অন্যতম হল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স।
ইতিমধ্যেই দেশের প্রথম সারির এই হাসপাতালটিতে ৩৭৫ জন নাম নথিভুক্ত করা হয়েছে। এইমস হাসপাতালের চিকিৎসক রণদীপ গুলেরিয়া জানিয়েছেন মানব শরীরে করোনাভাইরাসের প্রতিষেধক প্রয়োগ এই পরীক্ষা ব্যবস্থাটিতে মোট তিনটি পর্বে তাঁরা ভেঙেছেন।
আজ থেকে শুরু হয়েছে দেশীয় পদ্ধতিতে তৈরি করোনাভাইরাসের প্রতিষেধকের প্রথম দফার প্রয়োগ। এরপর আরও দুটি ধাপে পরীক্ষা হবে বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
প্রথম পর্যায়ের ফলাফল হাতে আসতে দুই থেকে তিন মাস সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি। এমসের চিকিৎসকদের প্রাথমিক অনুমান আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস নাগাদ হাতে পাওয়া যাবে ফলাফল।
এইমস হাসপাতালেই ১৮০০ জন স্বেচ্ছাসেবক নাম লিখিয়েছেন পরীক্ষার জন্য। যার মধ্যে থেকে ১০০ জনকে বেছে নেওয়া হয়েছে।
প্রথম ৫০ জনকে প্রথম ডোজ দেওয়া হবে। তাতে যদি কোনও সমস্যা না হয় তাহলে পরবর্তীকালে আরও ৫০ জনের শরীকে কোভ্যাক্সিন প্রয়োগ করা হবে।
হিউম্যান ট্রায়ালের প্রথম পর্বে ১৮-৫৫ বছর বয়সীদের বেছে নেওয়া হবে। যাদের মধ্যে শ্বাসকষ্টযুক্ত কোনও রোগী থাকবে না। থাকবে কোনও গর্ভাবতী মহিলা। পরবর্তীকালে ১২-৬৫ বছর বয়সীদের বেছে নেওয়া হবে। সেখানে ৭৫০ জনের শরীরে পরীক্ষা করা হবে।
প্রথম পর্বে দেখা হবে কোভ্যাক্সিন কতটা নিরাপদ। পাশাপাশি দেখা হবে কত কম পরিমাণে ডোজ দেওয়া যেতে পারে।
যদি দেখা যায় কোভ্যাক্সিন নিরাপদ তাহলেই পরবর্তীকালে ডোজের পরিমাণ বাড়ানো হবে। প্রথম পর্যায়ের পরীক্ষার ফলাফল জানতে আগামী ২-৩ মাস অপেক্ষা করতে হবে বলেও চিকিৎসক রণদীপ গুলেরিয়া জানিয়েছেন।
ভারত বায়োটেকের সঙ্গে যৌথ উদ্যোগে আইসিএমআর করোনাভাইরাসের প্রতিষেধক তৈরি করেছে। এই প্রতিষেধক তৈরিতে পুনের ভাইরোলজি বিভাগ সাহায্য করেছে।