- Home
- India News
- আমফান হয়ে উঠল কি সাইক্লোন নিভার, কী অবস্থা তামিলনাড়ু-পুদুচেরির - দেখুন ছবিতে ছবিতে
আমফান হয়ে উঠল কি সাইক্লোন নিভার, কী অবস্থা তামিলনাড়ু-পুদুচেরির - দেখুন ছবিতে ছবিতে
বৃহস্পতিবার ভোরে আবহাওয়াবিদদের পূর্বাভাস মতোই অতি গুরুতর ঘূর্ণিঝড় নিভার পুদুচেরির কাছে স্থলভাগে প্রবেশ করল। জানা গিয়েছে বুধবার রাত সাড়ে ১১ টা নাগাদ শুরু হয়েছিল নিভার-এর ল্যান্ডফল। বৃহস্পতিবার ভোর আড়াইটায় ঝড়ের কেন্দ্রটি তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলীয় এলাকা থেকে স্থলভাগের অভ্যন্তরে এগিয়ে যায়। তবে স্থলভাগে প্রবেশের সঙ্গে সঙ্গে তার ব্য়াপক শক্তিক্ষয় হয়েছে। অতি গুরুতর ঘূর্ণিঝড় থেকে নিভার এখন গুরুতর ঘূর্ণিঝড়। এই ঘুর্ণিঝড় যতটা ক্ষয়ক্ষতি করবে বলে আশঙ্কা করা হয়েছিল, কার্যক্ষেত্রে ততটা ক্ষতি হয়নি।
| Nov 26 2020, 11:11 AM IST
- FB
- TW
- Linkdin
)
সাইক্লোন নিভারের কেন্দ্র তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলীয় এলাকার উপর দিয়ে চলে যাওয়ার পরই কাজে নেমে পড়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। হাত লাগিয়েছেন ধারণ মানুষও।
Subscribe to get breaking news alerts
তামিলনাড়ু এবং পুদুচেরির বিভিন্ন অংশে অবিচ্ছিন্ন বৃষ্টিপাত এবং প্রবল বাতাস দেখা যাচ্ছে।
রাস্তাঘাটে এদিন সকাল থেকে বিশেষ যানবাহও দেখা যাচ্ছে না।
অনেক জায়গাতেই জল জমে গিয়েছে।
গাছ পড়ে বন্ধ হয়ে গিয়েছে বেশ কয়েকটি রাস্তা।
তাপমাত্রাও একলাফে কমে গিয়ে ঠেকেছে ২১ ডিগ্রিতে।
ঝড়ের কেন্দ্রটি স্থলভাগের ভিতরের দিকে চলে গেলেও এখনও উপকূলীয় অঞ্চলে প্রবল জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে।
তামিলনাড়ু রাজ্যে এদিন ছুটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে গাছ কেটে রস্তা পরিষ্কার করার পালা।
এখনও গভীর সমুদ্রে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি রয়েছে।
বহু জায়গাতেই টিনের চাল উড়ে গিয়ে বিপদ ঘটিয়েছে।
সাইক্লোন নিভার বয়ে যাওয়ার পর বহু এখন যুদ্ধকালীন তৎপরতায় চলছে স্বাভাবিক ছন্দে ফেরার কাজ।
তবে তামিলনাড়ু ও পুদুচেরির বিভিন্ন জায়গাতেই এখনও রাস্তা গাছ পড়ে বন্ধ হয়ে রয়েছে।
লাইনে জল জমে গিয়ে রেল পরিষেবাও ব্যহত হয়েছে।
পরিবহন না থাকলেও জল ঠেলেই প্রয়োজনীয় কাজে বের হতে হয়েছে কিছু মানুষকে। তবে সংখ্যাটা নেহাতই হাতে গোনা।
অনেক বসতবাড়িতেও একতলা ডুে গিয়েছে জলের তলায়।
ঝড়ে আহত মানুষদের দ্রুত হাসপাতালে নিযে যাওয়া হয়েছে।
বেলা বাড়তে জল ঠেলেই শুরু হয়েছে যাতায়াত।
তবে বহু এলাকাই এখনও বিচ্ছিন্ন।