আন্দোলন মঞ্চ থেকেই মেয়ের জন্মদিন পালন কৃষকের, অমিত শাহর বাড়ি গেলেন কৃষি মন্ত্রী
First Published Dec 14, 2020, 4:28 PM IST
তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এখনও পর্যন্ত সরব বিক্ষোভকারী কৃষকরা। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টার প্রতিকী অনশন পালন করেন কৃষকরা। একই সঙ্গে চলে বিক্ষোভ অবস্থান। অন্যদিকে রবিবারের পর এদিনও কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে ১০টি কৃষক সংগঠনের নেতারা দেখা করে নতুন কৃষি আইনের প্রতি তাঁদের সমর্থন জানিয়ে গেছেন।

পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনশন করেন প্রতিবাদী কৃষকরা। সিংহু বর্ডারের পাশাপাশি টিকরি বর্ডারসহ বেশ সবকটি সীমানা এলাকায় প্রতিবাদ অনশন করেন কৃষকরা।

এদিন কৃষকদের সমর্থনে অনশন কর্মসূচি গ্রহণ করে কেজরিওয়ালের আম আদমি পার্টি। দলের সঙ্গে থেকে আন্দোলনকারী কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন