Cyclone Yaas - চারিদিকে শুধু ধ্বংস আর যতদূর চোখ যায় জল, ছবিতে ছবিতে বিপর্যয়
- FB
- TW
- Linkdin
বন্যা-প্লাবিত গ্রামে উদ্ধার কাজে ভারতীয় সেনাবাহিনী।
বন্যার জলে আটকে পড়া গ্রামবাসীদের রাবারের ডিঙিতে করে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।
আরাধ্য প্রভু জগন্নাথ-এর বিগ্রহ রক্ষার মরিয়া চেষ্টা।
আপাতত নিরাপদ আশ্রয়ে, ফেলে আসা গ্রামে কি আর কিছু অবশিষ্ট থাকবে?
শেষ সম্বল নিয়ে নিরুদ্দেশে পাড়ি।
যতটুকু বাঁচানো গিয়েছে।
মাঝে জেগে একটি মাত্র বাড়ি, বাকি সবটাই জলাকার।
গঙ্গার জল উঠে বানভাসী কলকাতাও।
যেন কোনও দানব চলে গিয়েছে।
সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধ। কিন্তু, সমুদ্রই ঘরের কাছে চলে এসেছে। তাই বিপর্যয়েই সুযোগ বুঝে সাগর উপচানো জলে মাছ ধরতে ব্যস্ত মৎসজীবিরা।
শঙ্করপুরের সাজানো সৈকত এখন ধ্বংসস্তূপ।
কোথাকার গাড়ি কোথায় ভেসে এসেছে, ঝড়ই তার খবর জানে।
জলের তোড়ে ভেসে গিয়েছে বাড়ির দেওয়াল।
উপকূলের গ্রামের পর গ্রাম একইরকম জল-ছবি।
শহর কলকাতারও বহু জায়গার এখনও জমে রয়েছে জল।