৩৩৩৫ কোটি টাকা ২০২৪ সালে BJP-র নির্বাচনী খরচ, দেশের সবথেকে 'ধনী' রাজনৈতিক দলের আয় কত
দেশের সবথেকে ধনী রাজনৈতিক দল বিজেপি। কিন্তু এবার যে খবর সামনে এসেছে তা রীতিমিত অবাক করার মত। নির্বাচন কমিশনে দেওয়া হিসেব অনুযায়ী বিজেপি নির্বাচনী খরচ আগের তুলনায় তিন গুণ বেড়েছে।

BJP-র রেকর্ড ভাঙা খরচ
দেশের সবথেকে ধনী রাজনৈতিক দল বিজেপি। কিন্তু এবার যে খবর সামনে এসেছে তা রীতিমিত অবাক করার মত। আর সেই দৌড়ে বিজেপি গুণে গুণে গোল দিয়েছে কংগ্রেস , তৃণমূল কংগ্রেস -সহ দেশের সমস্ত রাজনৈতিক দলকে।
বিজেপির নির্বাচনী খরচ
গত ২৭ ডিসেম্বর বিজেপি বার্ষিক খরচের হিসেব নির্বাচন কমিশনের কাছে জমা করেছে। খরচের পরিসংখ্যান বিজেপি নিজেদের ওয়েবসাইটেও দিয়েছে। সেই তথ্যের বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বিজেপি বিজেপির নির্বাচন খবর ও প্রচার খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে বিজেপির প্রচার আর নির্বাচনের খরচ ৩৩৩৫.৩৬ কোটি টাকা।
২০২৯ সালের খরচের ৩ গুণ
তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বিজেপি ২০১৯-২০ সালে নির্বাচনে যে অর্থ খরচ করেছিল তার তুলনায় ২০২৪-২৫ অর্থবর্ষে নির্বাচন আর প্রচারের জন্য ৩ গুণ টাকা বেশি খরচ করেছে। ২০১৯-২০ অর্থবর্ষে বিজেপির খরচ ছিল ১৩৫২.৯২ টাকা। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে আগে দুই বছরে মোট ব্যায় করেছে ৫০৮৯ কোটি টাকা।
৮৮% নির্বাচনী খরচ
বিজেপি ২০২৪-২৫ সালে মোট খরচের ৮৮%ই নির্বাচনী খাতে খরচ করেছিল। যা ছিল ৩৭৭৪.৫৮ কোটি টাকা। আর মোট খরচ আর বিজ্ঞাপণের জন্য খরচ করেছে ২২৫৭.০৫ কোটি টাকা। বিজেপি হেলিকপ্টারের জন্য ৫৩৭.০৮ কোটি টাকা খরচ করেছিল। প্রার্থীদের আর্থিক সাহায্য হিসেবে ৩১২.৯০ কোটি টাকা দিয়েছিল।
বিজেপির আয় বৃদ্ধি
অডিট রিপোর্টে দেখা গিয়েছে ২০২৪-২৫ সালে বিজেপির মোট আয় বেড়ে হয়েছে ৬৭৬৯.১৮ কোটি টাকা। যা আগের বছরের তুলনায় ৮৩৮০.৪৭ কোটি টাকা বেড়েছে। যারমধ্যে স্বেচ্ছাসেবী অনুদানই সবথেকে বেশি।

