- Home
- India News
- করোনাভাইরাসের প্রতিষেধকের অপেক্ষা না করে লকডাউন তোলার পক্ষেই সওয়াল, প্রধানমন্ত্রীকে চিঠি বিশেষজ্ঞদের
করোনাভাইরাসের প্রতিষেধকের অপেক্ষা না করে লকডাউন তোলার পক্ষেই সওয়াল, প্রধানমন্ত্রীকে চিঠি বিশেষজ্ঞদের
- FB
- TW
- Linkdin
আইপিএইচএ, আইএপিএসএম এবং আইএই -এই তিনটি সংগঠনের বিশেষজ্ঞ চিকিৎসকরা একটি যৌথ বিবৃতি জারি করেছেন। সেখানে তাঁরা দাবি করেছেন অদৃর ভবিষ্যতে করোনাভাইরাসের প্রতিষেধক হাতে আসার কোনও সম্ভাবনা দেখতে পাচ্ছেন না। কারণ সাধারণত একটি প্রতিষেধক তৈরি করছে প্রায় এক দশক সময় লাগে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মানলেও ১৮ মাসের আগে করোনার প্রতিষেধক হাতে পাওয়ার কোনও সম্ভাবনা নেই। কিন্তু সেটাই যদি কার্যকরী হয় তাহলে তা হবে খুবই বিরল ঘটনা হবে। বর্তমান পরিস্থিতিতে মহামারি নিয়ন্ত্রণে প্রতিষেধকের তেমন কোনও ভূমিকা তাঁরা লক্ষ্য করছেন না বলেও জানিয়েছেন।
প্রতিষেধক এলে তা প্রথমে স্বাস্থ্য ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তি, বৃদ্ধ ও শিশুদের প্রদান করে তাদের সুরক্ষা দেওয়া কাজে ব্যবহার করা যাবে।
এই মুহূর্তে প্রতেষেধকের অপেক্ষায় হাতে হাত রেখে বসে না থেকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়াই বাঞ্চনীয় বলে তাঁরা মনে করেন।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে মহামারি প্রতিরোধে লকডাউনের পথেই হেঁটেছে কেন্দ্রীয় সরাকর। এবার তা বন্ধ করে দেওয়া উচিৎ। একই সঙ্গে স্কুল কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খুলেও দেওয়ার পক্ষেও সওয়াল করেছেন তাঁদের বিবৃতিতে।
সম্পূর্ণ লকডাউনের পরিবর্তে তাঁরা রাজ্য ও জেলা পর্যায়ে বিধিনিষেধ আরোপের ওপর সওয়াল করেন। তাঁরা বলেন স্থানীয় এপিডেমোলজিস্টদের দেওয়া স্থানীয় তথ্যের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত কার্যকর করা উচিৎ।
বিশেষজ্ঞের মতে চলমান মহামারি একটি জনস্বাস্থ্যে সমস্যা। যা দ্রুতহারে স্বাস্থ্য বৈষম্যকে আরও প্রকট করে তুলেছে। এটি কোনও আইন শৃঙ্খলার সমস্যা নয় বলেও মন্তব্য করেন তাঁরা।
বিশেষজ্ঞদের মতে ইতিমধ্যেই বড় শহরগুলিতে প্রচুর মানুষ সংক্রমিত হয়েছে। তাই এখনও আরও বেশি টেস্টিং ও আসোলেশনে নজর দেওয়া খুবই অর্থহীন।
বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার কমানোর দিকেই নজর দেওয়া জরুরি বলেও জানিয়েছেন যৌথ বিবৃতিতে। আর সেই কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে প্রস্তুত রাখার কথাও বলেছেন।
মহামারির সঙ্গে লড়াই করার জন্য ইতিমধ্যেই দেশে তিনটি প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। তবুই বিশেষজ্ঞরা মনে করছেন প্রতিষেধক হাতে আসতে এখনও অনেকটা সময় বাকি রয়েছে।