সোনা কেনার সুবর্ণ সুযোগ, রেকর্ড ছুঁয়ে দাম কমল আড়াই হাজার টাকারও বেশি
পরপর দুদিন দাম কমল সোনার। বৃহস্পতিবার অর্থাৎ ২৬শে অগাষ্ট দাম কমার পর শুক্রবারও রেকর্ড হারে পতন হল সোনার দামে। বৃহস্পতিবার সোনার দাম কমেছে হাজার টাকারও বেশি। আর শুক্রবার সোনার দাম পড়ল আরও নীচে। ফলে সাধ মিটিয়ে কিছুটা কেনাকাটা হয়তো সম্ভব এবার।
- FB
- TW
- Linkdin
শুক্রবার দেশ জুড়ে সোনার দাম নেমেছে আড়াই হাজার টাকারও নিচে। যা সত্যিই এযাবতকালের মধ্যে রেকর্ড। ফলে বেশ খুশি ক্রেতারা।
সোনার দাম অনেকটা কমায় বিক্রি বাড়বে, আশা করছেন বিক্রেতারা। ফলে পুজোর আগে কিছুটা হলেও লাভের মুখ তাঁরা দেখতে পাবেন বলে আশায় বুক বাঁধছেন তাঁরা।
শুক্রবার দেশ জুড়ে সোনার দাম কমেছে ২৭০০ টাকা। প্রতি ১০০ গ্রাম সোনায় এই দাম কমেছে বলে সূত্রের খবর। ফলে সাধ মিটিয়ে কিছুটা কেনাকাটা হয়তো সম্ভব এবার।
২২ ক্যারেটের সোনার ১০ গ্রামের দাম কমেছে ২৭০ টাকা। কারণ এদিন আন্তর্জাতিক বাজারে সোনার দাম স্থিতিশীল ছিল।
স্পট গোল্ড ০.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৭৯৩.৬৮ ডলার প্রতি আউন্স, ইউএস গোল্ড ফিউচার ০.১ শতাংশ বেড়ে ১৭৯৬.৭০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
মুম্বাইয়ে ২২ ক্যারেটের ১০ গ্রাম প্রতি সোনার দাম ৪৬,২২০ টাকা। চেন্নাইতে ২২ ক্যারেটের ১০ গ্রাম প্রতি সোনার দাম ৪৪,৫৬০ টাকা
দিল্লিতে ২২ ক্যারেটের ১০ গ্রাম প্রতি সোনার দাম ৪৬,৩৫০ টাকা। কলকাতাতে ২২ ক্যারেটের ১০ গ্রাম প্রতি সোনার দাম ৪৬,৬০০ টাকা।
বিশ্ব বাজারে সোনার দামের পতন। তার কারণে ভারতেও সোনার দাম হুড়মুড়িয়ে পড়েছে। আগামী দিনে নাকি আরও কমতে পারে সোনার দাম তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
অথচ দুদিন আগেই চড়চড়িয়ে বাড়ে ১০ গ্রাম সোনার দাম। গত কয়েকদিনে সোনার দাম কমায় মধ্যবিত্তের মুখে হাসি ফুটেছিল। কিন্তু ফের দাম বাড়ে সোনার। তবে ফের কয়েকদিনের মধ্যে একলাফে অনেকটা বেড়ে গেল সোনার দাম।
গত বছর অগাষ্টে সোনার দাম ছিল ৫৬, ২০০ টাকা। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। এমসিএক্স সূচক অনুযায়ী সোনার দাম বর্তমানে ৪৮,২৭৮ টাকা ট্রেন্ড করছে, যা রেকর্ড দামের চেয়ে অনেকটাই সস্তা।