৬৬ কোটি ডোজ, ২ লক্ষ ভ্যাকসিনেটর - কত বড় কর্মযজ্ঞ ভারতের কোভিড টিকাকরণ, দেখুন ছবিতে ছবিতে
First Published Jan 14, 2021, 5:40 PM IST
ভারতে, সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ায় উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভি়ড ভ্যাকসিন কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন-কে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছিল মোদী সরকার। এরপর ১৬ জানুয়ারি, শনিবার থেকে শুরু হচ্ছে ভারতের টিকাকরণ। প্রথম পর্যায়ে ৩০ কোটি ভারতবাসী টিকা পাবেন। বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযান হতে চলেছে এটি। ঠিক কত বড় এই টিকাদান যজ্ঞ? কয়েকটি পরিসংখ্যানেই তা স্পষ্ট হতে পারে -

ভারতে অনুমোদন প্রাপ্ত ভ্যাকসিন: ২টি
গত ৩ জানুয়ারী, সরকার কোভিশিল্ড এবং কোভাক্সিনকে জরুরি-ব্যবহারের অনুমোদন দিয়েছে। ভারত বায়োটেক-এর তৈরি টিকাটির তৃতীয় ধাপের ক্লিনিকাল ট্রায়াল অবশ্য এখনও চলছে।

ডোজ সরবরাহ করতে হবে: ৬৬ কোটি
দশ শতাংশ অপচয় হবে ধরে নিয়ে ভারতের প্রথম পর্যায়ের টিকাকরণ প্রক্রিয়া শেষ করার জন্য মোট ৬৬ কোটি ডোজ কোভিড টিকা প্রয়োজন। এই পরিমাণ ভ্য়াকসিন ডোজে ইংল্যান্ডের সমস্ত জনসংখ্য়ার অন্তত ৫ বার করে টিকাকরণ হয়ে যাবে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন