ফিরে দেখা ২০২০, একের পর এক নির্বাচনে কী করে জয় অব্যাহত রাখল মোদী-অমিত শাহর গেরুয়া শিবির
First Published Dec 14, 2020, 2:13 PM IST
ফিরে দেখা ২০২০। গতবছর লোকসভা নির্বাচনে নিরঙ্কশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল বিজেপি। কিন্তু তারপরেও একটুকু চিড় পড়েনি গেরুয়া শিবিরের আত্মবিশ্বস আর কর্মপদ্ধতিতে। কারও দ্বিতীয়বার দিল্লির মসনদ দখল করার পরেও বিজেপি নেতৃত্ব কঠোর পরিশ্রম করছে একের পর এক নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখতে। সদ্যো বিহার নির্বাচনেও বিজেপ দাপট দেখিয়ে। বাদ যায়নি পুরোসভা বা গ্রাম পঞ্চায়েত নির্বাচন। রাজ্যসভা থেকে শুরু বিধানসভা নির্বাচন সবেতেই জয়ের ধারা অব্যাহত রাখার চেষ্টা করেছে বিজেপি। গত মার্চ মাস থেকেই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে গোটা দেশ। কিন্তু তারই মধ্যে অনুষ্ঠিত হয়ে রাজ্যসভার ৭০টি আসনের নির্বাচন। সেখান থেকেই জয়েরর মুখ দেখতে শুরু করেছে বিজেপি।

দিল্লি বিধানসভা নির্বাচন
সিএএ এনআরসি ইস্যুতে যখন উত্তাল গোটা দেশ তখনই দিল্লি বিধানসভা নির্বাচন হয়। ৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনে কেজরিওয়ালের আম আদমি পার্টি একচেটিয়া আধিপত্য বজায় রাখলেও সাফল্য খব একটা সহজে আসেনি। রীতিমত ঘাড়ে নিঃশ্বাস ফেলেছিল বিজেপি। ২০১৫ সালের তুলনায় আসন সংখ্যা বেড়েছে বিজেপির। বর্তমানে দিল্লি বিধানসভায় আপে বিধায়ক সংখ্যা ৬২ আর বেজেপির ৮।

বিহার বিধানসভা নির্বাচন
২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় সংখ্যা গরিষ্ঠতার বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। প্রথম তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দল। বিজেপির আসন সংখ্যা ৭২। আর আরজেডির আসন সংখ্যা ৭৫। গত ১৫ বছরে এই প্রথম বিজেপি সহযোগী নীতিশ কুমারের জেডিইউ-র থেকে বেশি আসন পেয়েছে। যা দলীয় শীর্ষ নেতৃত্বের চমক ও ভোট রণনীতির ফল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
Today's Poll
কীভাবে আপনি নতুন গেম খোঁজেন?