দ্বিতীয় ত্রৈমাসিকেও আর্থিক সংকোচন অব্যাহত, দেশের ইতিহাসে প্রথম আর্থিক মন্দা
First Published Nov 27, 2020, 7:30 PM IST
দ্বিতীয় ত্রৈমাসিকেও দেশের আর্থনীতি ঋণাত্মকখাতে যাচ্ছে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় দ্বিতীয় ত্রৈমাসিক অর্থা জুলাই থেকে সেপ্টেম্বর মাসের জিডিপি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সংকোচন অব্যাহত রয়েছে। দ্বিতীয় প্রান্তিকে জিডিপি কমেছে ৭.৫ শতাংশ। এবার ভারত প্রযুক্তিগতভাবে মন্দায় পড়েছে বলা যেতে পারে।

প্রথম ত্রৈমাসিকে দেশের জিডিপি সংকুচিত হয়েছিল ২৩. ৯ শতাংশ। সেখান থেকে অনেকটাই ঘুরে দাঁড়াল দেশের অর্থনীতি। দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি ৭.৫ শতাংশ সংকুচিত হয়েছে।

জাতীয় পরিসংখ্যন অফিসে আজ দ্বিতীয় ত্রৈমাসিক প্রকাশিত হয়। সরকারি তথ্য অনুযায়ী ১৯৯৬ সালের পর এই প্রথম ভারত টানা পরপর দুটি ত্রৈমাসিকে আর্থিক মন্দার কবলে পড়ল দেশ। আর পরপর দুটি ত্রৈমাসিকে জিডিপির সংকোচন হলে ধরে নেওয়া হয় আর্থিক মন্দার কবলে পড়েছে দেশ।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন