করোনা-কালে বেড়াতে যাওয়ার ঠিকানা, দেখে নিন আন্তর্জাতিক তকমা পাওয়া ৮টি সমুদ্র সৈকত
- FB
- TW
- Linkdin
ঘোঘলা দিউ (ব্লু ফ্ল্যাগ )
পরিবেশ ও স্বচ্চতা সংক্রান্ত ৩৩টি কঠোর মাণদণ্ডের ভিত্তিতে দেওয়া হয় ব্লুফ্ল্যাগ বা নীল পতাকা শংসাপত্র। এই সার্টিফিকেট দেয় ডেনমার্কের ফাউন্ডেশন ফর এনভাইরনমেন্ট এডুকেশন।
শিবরাজপুর, দ্বারকা গুজরাত (ব্লু ফ্ল্যাগ )
মূলত খতিয়ে দেখা হয় সমুদ্রের জলের গুণগত মান, পরিবেশ ব্যবস্থাপনা, সংরক্ষণ আর সুরক্ষা। বিশ্বের এই প্রথমবার কোনও একটি দেশের আটটি বিচ এই খেতাব পেল।
কাসারকোড আর পদুব্রিডি, কর্ণাটক (ব্লু ফ্ল্যাগ )
যেসব সব সমুদ্র সৈকতগুলিকে ব্লুফ্ল্যাগের তকমা দেওয়া হয় সেগুলি বিশ্বের সবচেয়ে পরিষ্কার সমুদ্র সৈকত হিসেবে গণ্য করা হয়।
কাপ্পাদ, কেরল (ব্লু ফ্ল্যাগ )
সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় বাস্তুতন্ত্র বজায় রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হয়।
রুশিকোন্দা, অন্ধ্রপ্রদেশ (ব্লু ফ্ল্যাগ )
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একথা জানিয়ছেন পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর। পাশাপাশি তিনি জানিয়েছেন এটি খুবই গর্বের মুহূর্ত।
গোল্ডেন বিচ, ওড়িশা (ব্লু ফ্ল্যাগ )
গতমাসের দেশের আটটি সমুদ্র সৈকতের নাম প্রস্তাব করা হয়েছিল। এটি বিশ্বের অন্যতম একটি তকমা বলেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানান হয়েছে।
রাধানগর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (ব্লু ফ্ল্যাগ )
ভারত এই তকমা পাওয়া রীতিমত খুশি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এজাতীয় উন্নয়নের কাজের ওপর আরও জোর দেওয়ার বার্তাও দিয়েছেন তিনি।