- Home
- India News
- রাশিয়া সফরে গিয়ে 'এস-৪০০' দ্রুত সরবরাহের আর্জি রাজনাথ সিংহের, দেখেনিন অ্যান্টি মিসাইলের গুণাবলী
রাশিয়া সফরে গিয়ে 'এস-৪০০' দ্রুত সরবরাহের আর্জি রাজনাথ সিংহের, দেখেনিন অ্যান্টি মিসাইলের গুণাবলী
- FB
- TW
- Linkdin
ভারতের সঙ্গে চুক্তির পরই 'এস-৪০০' তৈরি শুরু করেছে। ২০২৫ সালে এই অ্যান্টি মিসাইল ভারতের হাতে তুলে দেওয়ার কথা। কিন্তু পাকিস্তান ও চিনের সঙ্গে চলমান বিবাদের জেরে অ্যান্টি মিসাইল দ্রুত হাতে চায় ভারত।
আগে এই প্রতিরক্ষা সরঞ্জাম শুধু রাশিয়া আর চিনই ব্যবহার করত। ২০১৪ সালে এই প্রতিরক্ষা সরঞ্জাম কিনেছিল চিন।
'এস-৪০০' ক্ষেপণাস্ত্রটি 'এস-৩০০' ক্ষেপণাস্ত্রের আধুনিক সংস্কার। এই প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে ভারত রাশিয়ার সঙ্গে প্রায় ৪০ হাজার কোটি টাকার চুক্তি করেছে।
'এস-৪০০' মিসাইলটি ভারতীয় সেনাবাহিনীকে আরও শক্তিশালী করবে। এটি পঞ্চম প্রযুক্তির যুদ্ধ বিমানগুলিকে ধ্বংস করার ক্ষমতা রাখে।
এই প্রতিরক্ষা সরঞ্জাম ৪০০ কিলোমিটার ব্যাসার্ধ পর্যন্ত সক্রিয় থাকে। বিপদ সংকেত পেতে এটি যথেষ্ট সক্রিয়।
'এস-৪০০' অত্যাধুনিক রাডারে সজ্জিত। উপগ্রহর সঙ্গে যোগাযোগ স্পাপন করতেও সক্ষম। এটি মাঝ আকাশেই শক্রুপক্ষের বিমানকে চিহ্নিত করে ধ্বংস করতে পারে।
'এস-৪০০' রাডার ১০০-৩০০ টি পর্যন্ত টার্গেট ট্র্যাক করতে পারে। ৪০০ কিলোমিটার দূরত্বে লক্ষ্যগুলিকে চিহ্নিত করতে পারে। পাশাপাশি একই সঙ্গে ৩৬টি লক্ষ্য বস্তুকে নিশানা বানাতে পারে। ১২টি লঞ্চারকে ধারণের ক্ষমতা রাখে,